অধরা খান
শুধুমাত্র নিজের অভিনীত সিনেমার ডাবিং সম্পন্ন করার জন্য দেশে ফিরেছেন চিত্রনায়িকা অধরা খান। সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘দখিনো দুয়ার’ সিনেমার শুটিং শেষ করেছেন অধরা বেশ আগেই। কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বেড়াতে। সেখানে বেড়ানোর সময়ই তিনি পরিচালকের কাছ থেকে জরুরী ফোন পান সিনেমাটির ডাবিং শেষ করার জন্য। দ্রুত তিনি দেশে ফিরেন। দেশে ফিরে এরইমধ্যে ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি।
অধরা খান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমার কানাডা যাবার কথা ছিলো। কিন্তু ডায়মণ্ড স্যারের ফোন পেয়ে আমাকে জরুরী ভিত্তিতেই দেশে আসতে হলো দখিনো দুয়ার সিনেমার ডাবিং শেষ করার জন্য। গেলো সোমবার দিনব্যাপী আমি এই সিনেমার ডাবিং-এ অংশ নিয়েছি। সব কাজ শেষ করে এখন আমার ছোট বোন অর্চি’র কাছে যাবার জন্য অর্থাৎ কানাডা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর কানাডার উদ্দেশ্যে রওয়ানা হতে পারব। আর দখিনো দুয়ার সিনেমাটি খুউব ভালো হয়েছে। জীবন ঘনিষ্ঠ গল্পের এই সিনেমা দর্শকের কাছে ভালোলাগবে আশা করছি।’
অধরা অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘সুলতানপুর’। অধরা অভিনীত মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘মাতাল’, ‘নায়ক’, ‘পাগলের মতো ভালোবাসি’।
অধরা খান
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
শুধুমাত্র নিজের অভিনীত সিনেমার ডাবিং সম্পন্ন করার জন্য দেশে ফিরেছেন চিত্রনায়িকা অধরা খান। সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘দখিনো দুয়ার’ সিনেমার শুটিং শেষ করেছেন অধরা বেশ আগেই। কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বেড়াতে। সেখানে বেড়ানোর সময়ই তিনি পরিচালকের কাছ থেকে জরুরী ফোন পান সিনেমাটির ডাবিং শেষ করার জন্য। দ্রুত তিনি দেশে ফিরেন। দেশে ফিরে এরইমধ্যে ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি।
অধরা খান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমার কানাডা যাবার কথা ছিলো। কিন্তু ডায়মণ্ড স্যারের ফোন পেয়ে আমাকে জরুরী ভিত্তিতেই দেশে আসতে হলো দখিনো দুয়ার সিনেমার ডাবিং শেষ করার জন্য। গেলো সোমবার দিনব্যাপী আমি এই সিনেমার ডাবিং-এ অংশ নিয়েছি। সব কাজ শেষ করে এখন আমার ছোট বোন অর্চি’র কাছে যাবার জন্য অর্থাৎ কানাডা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর কানাডার উদ্দেশ্যে রওয়ানা হতে পারব। আর দখিনো দুয়ার সিনেমাটি খুউব ভালো হয়েছে। জীবন ঘনিষ্ঠ গল্পের এই সিনেমা দর্শকের কাছে ভালোলাগবে আশা করছি।’
অধরা অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘সুলতানপুর’। অধরা অভিনীত মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘মাতাল’, ‘নায়ক’, ‘পাগলের মতো ভালোবাসি’।