কানিজ খাদিজা তিন্নি
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির কন্ঠে এসেছে নতুন গান। গানের শিরোনাম ‘অভিমানী পাখি’। তিন্নি জানায় ‘অভিমানী পাখি’ এবং ‘প্রজাপতি মন’ নামে দু’টো গানেরই কাজ শেষ হয়ে গিয়েছিলো গেলো বছর এপ্রিল মাসে। নারায়ণগঞ্জে গান দু’টির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। কিন্তু ‘প্রজাপতি মন’ গানটি গেলো বছরই প্রকাশিত হয়। এক বছরেরও বেশি সময় পর অবশেষে ‘অভিমানী পাখি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিন্নি। তিন্নি বলেন, ‘যেহেতু আমার জন্ম নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জেই এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছিলো, যে কারণে গানটার প্রতি ভালোলাগা রয়েছে। তবে এই গানের প্রতি আরো বেশি বিশেষ ভালোলাগা এ কারণেই যে, এই গানের ভিডিওতে আমার বাবার ভূমিকায় আমার বাবাই অভিনয় করেছেন। আব্বু এতো চমৎকার এক্সপ্রেসন দিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি আব্বুর অভিনয়ে। আর গানের বিষয় এবং গানের সুর এক কথায় ইউনিক। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফিদেল নাইম। এদিকে গত মঙ্গলবার রাজধানীর সেনানিবাসের ‘আর্মি অফিসার্স ক্লাব’-এর একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিন্নি। এছাড়াও এরইমধ্যে তিনি বৈশাখী টিভি, গ্লোবাল টিভি’তে সঙ্গীত পরিবেশন করেছেন। আগামীকাল শুক্রবার দেশ টিভি ও চ্যানেলে টুয়েন্টি ফোর-এ দু’টি ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তিন্নি। শনিবার সকালে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিন্নি। তিন্নির কন্ঠে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘শত শত রাত’,‘ শরৎ আমার স্নিগ্ধতা’, ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’ ইত্যাদি।
কানিজ খাদিজা তিন্নি
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির কন্ঠে এসেছে নতুন গান। গানের শিরোনাম ‘অভিমানী পাখি’। তিন্নি জানায় ‘অভিমানী পাখি’ এবং ‘প্রজাপতি মন’ নামে দু’টো গানেরই কাজ শেষ হয়ে গিয়েছিলো গেলো বছর এপ্রিল মাসে। নারায়ণগঞ্জে গান দু’টির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। কিন্তু ‘প্রজাপতি মন’ গানটি গেলো বছরই প্রকাশিত হয়। এক বছরেরও বেশি সময় পর অবশেষে ‘অভিমানী পাখি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিন্নি। তিন্নি বলেন, ‘যেহেতু আমার জন্ম নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জেই এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছিলো, যে কারণে গানটার প্রতি ভালোলাগা রয়েছে। তবে এই গানের প্রতি আরো বেশি বিশেষ ভালোলাগা এ কারণেই যে, এই গানের ভিডিওতে আমার বাবার ভূমিকায় আমার বাবাই অভিনয় করেছেন। আব্বু এতো চমৎকার এক্সপ্রেসন দিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি আব্বুর অভিনয়ে। আর গানের বিষয় এবং গানের সুর এক কথায় ইউনিক। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফিদেল নাইম। এদিকে গত মঙ্গলবার রাজধানীর সেনানিবাসের ‘আর্মি অফিসার্স ক্লাব’-এর একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিন্নি। এছাড়াও এরইমধ্যে তিনি বৈশাখী টিভি, গ্লোবাল টিভি’তে সঙ্গীত পরিবেশন করেছেন। আগামীকাল শুক্রবার দেশ টিভি ও চ্যানেলে টুয়েন্টি ফোর-এ দু’টি ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তিন্নি। শনিবার সকালে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিন্নি। তিন্নির কন্ঠে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘শত শত রাত’,‘ শরৎ আমার স্নিগ্ধতা’, ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’ ইত্যাদি।