একঝাঁক নতুন মুখ নিয়েই তৈরি হলো সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ক্যাম্পাস-জীবনের টানাপোড়েনের গল্পের এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনয় করেছেন। ২৮ সেপ্টেম্বর সরিজটি মুক্তি পেয়েছে। সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। নতুনদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক জিৎ বলেন, ‘যেহেতু ক্যাম্পাস লাইফ নিয়ে গল্প, তাই আমি মনে করি, একটা সত্যিকারের ভার্সিটিপড়ুয়া ছেলেকে পর্দায় দেখলে দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, সেটি কোনো স্টার কাস্ট দিয়ে সম্ভব নয়। আর এসব অপেশাদার অভিনেতাকে নিয়ে নিজের মতো করে নিরীক্ষা করা যায়, চরিত্রের মনস্তত্ত্বকে সহজে ভাঙা যায়।’
‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজে ফুটে উঠেছে সমসাময়িক ক্যাম্পাসজীবনের নানা গল্প। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দেশের নানা প্রান্ত থেকে নানা সংস্কৃতির মানুষ পড়তে আসে ইউনিভার্সিটিতে। তখন তাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান থাকে। সেই গল্পে যেমন থাকে হাসি-আনন্দ, তেমনি থাকে হতাশা, না পাওয়া দুঃখ-বেদনা। এছাড়া কখনো কখনো নানা রকম অসুস্থ প্রতিযোগিতাও দেখা যায়। এই সবকিছুর মিশেলে বিশ্ববিদ্যালয় লাইফের একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নিয়ে গল্পটি তৈরি করতে যাচ্ছি।
এখানে সবাই তাদের গল্প খুঁজে পাবে।’ শতাধিক অভিনয়শিল্পীর মধ্যে অডিশন থেকে অভিনয়ের সুযোগ পেয়েছেন সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবণ্য, তাপসী, রাগীব, শান্তা প্রমুখ। পরিচালক জানান, অর্থের অভাবে সম্পাদনা, ক্যামেরা চালানো, গল্প, চিত্রনাট্যসহ বেশির ভাগ কাজ নিজেই করেছেন।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
একঝাঁক নতুন মুখ নিয়েই তৈরি হলো সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ক্যাম্পাস-জীবনের টানাপোড়েনের গল্পের এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনয় করেছেন। ২৮ সেপ্টেম্বর সরিজটি মুক্তি পেয়েছে। সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। নতুনদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক জিৎ বলেন, ‘যেহেতু ক্যাম্পাস লাইফ নিয়ে গল্প, তাই আমি মনে করি, একটা সত্যিকারের ভার্সিটিপড়ুয়া ছেলেকে পর্দায় দেখলে দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, সেটি কোনো স্টার কাস্ট দিয়ে সম্ভব নয়। আর এসব অপেশাদার অভিনেতাকে নিয়ে নিজের মতো করে নিরীক্ষা করা যায়, চরিত্রের মনস্তত্ত্বকে সহজে ভাঙা যায়।’
‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজে ফুটে উঠেছে সমসাময়িক ক্যাম্পাসজীবনের নানা গল্প। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দেশের নানা প্রান্ত থেকে নানা সংস্কৃতির মানুষ পড়তে আসে ইউনিভার্সিটিতে। তখন তাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান থাকে। সেই গল্পে যেমন থাকে হাসি-আনন্দ, তেমনি থাকে হতাশা, না পাওয়া দুঃখ-বেদনা। এছাড়া কখনো কখনো নানা রকম অসুস্থ প্রতিযোগিতাও দেখা যায়। এই সবকিছুর মিশেলে বিশ্ববিদ্যালয় লাইফের একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নিয়ে গল্পটি তৈরি করতে যাচ্ছি।
এখানে সবাই তাদের গল্প খুঁজে পাবে।’ শতাধিক অভিনয়শিল্পীর মধ্যে অডিশন থেকে অভিনয়ের সুযোগ পেয়েছেন সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবণ্য, তাপসী, রাগীব, শান্তা প্রমুখ। পরিচালক জানান, অর্থের অভাবে সম্পাদনা, ক্যামেরা চালানো, গল্প, চিত্রনাট্যসহ বেশির ভাগ কাজ নিজেই করেছেন।