কিছুদিন আগেই ঢাকায় এসেছিলেন দুই বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। টানা কয়েকদিন অনন্য মামুন পরিচালিত ‘স্পর্শ’ সিনেমার শুটিং শেষ করে তিনি ফিরে যান সিঙ্গাপুরে। এর আগে ‘স্পর্শ’ সিনেমার শুটিং হয়েছিল কলকাতার বিভিন্ন লোকেশনে। ঢাকায় শুটিং-এর মধ্য দিয়ে ‘স্পর্শ’ সিনেমার শুটিং শেষ হলো। সিনেমার গল্প, নিজের চরিত্র ঋতুপর্ণার এতটাই ভালো লেগেছে যে এখন এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন তিনি। স্পর্শতে ঋতু ইন্দিরা চরিত্রে অভিনয় করেছেন। যিনি মূলত একজন ব্যবসায়ী। ভীষণ আবেগী একজন নারী।
একজন সিঙ্গেল মাদার। ভীষণ একাকীত্বের মাঝেও যিনি নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে চান। আবার তার মধ্যে প্রেমও আছে। এমন একটি চরিত্রে অনন্য মামুনের ভাষায় ঋতুপর্ণা দুর্দান্ত অভিনয় করেছেন। ঋতুপর্ণা বলেন, ‘প্রত্যেক সিনেমাই আমার কাছে নতুন পরীক্ষার মতো। গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয়-সব মিলিয়ে স্পর্শ খুব ভালো একটি সিনেমা হয়েছে। আমি খুব খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। আর নীরবের সঙ্গে আমার ক্যামিস্ট্রি দর্শকের ভালোলাগবে আশা করছি। আর আমার কাছে যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। কারণ দুই বাংলার দর্শকের সিনেমাটি দেখার সুযোগ থাকে। দুই বাংলার দর্শক যেন স্পর্শ দেখার সুযোগ পান তাড়াতাড়ি এই অপেক্ষাতেই আছি আমি।’ ‘স্পর্শ’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনন্য মামুন।
‘অ্যাকশানর কাট এন্টারটেইনম্যান্ট’ ও ‘রোল ক্যামেরা অ্যাকশান’ প্রযোজনা করছে ‘স্পর্শ’ সিনেমাটি। ঋতুপর্ণা এর আগে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে অভিনয় করেছিলেন। এরই মধ্যে কলকাতায় গেল ২২ সেপ্টেম্বর মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত নতুন সিনেমা আরডি নাথ পরিচালিত ‘বিউটিফুল লাইফ’ সিনেমাটি। ঋতুপর্ণার সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত সিনেমা ‘দত্তা’। বাংলাদেশে ঋতুপর্ণা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘সাগরিকা’, ‘আমি সেই মেয়ে’, ‘মেয়েরাও মানুষ’, ‘স্বামী কেন আসামী’, ‘স্বামী ছিনতাই’ ইত্যাদি।
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
কিছুদিন আগেই ঢাকায় এসেছিলেন দুই বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। টানা কয়েকদিন অনন্য মামুন পরিচালিত ‘স্পর্শ’ সিনেমার শুটিং শেষ করে তিনি ফিরে যান সিঙ্গাপুরে। এর আগে ‘স্পর্শ’ সিনেমার শুটিং হয়েছিল কলকাতার বিভিন্ন লোকেশনে। ঢাকায় শুটিং-এর মধ্য দিয়ে ‘স্পর্শ’ সিনেমার শুটিং শেষ হলো। সিনেমার গল্প, নিজের চরিত্র ঋতুপর্ণার এতটাই ভালো লেগেছে যে এখন এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন তিনি। স্পর্শতে ঋতু ইন্দিরা চরিত্রে অভিনয় করেছেন। যিনি মূলত একজন ব্যবসায়ী। ভীষণ আবেগী একজন নারী।
একজন সিঙ্গেল মাদার। ভীষণ একাকীত্বের মাঝেও যিনি নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে চান। আবার তার মধ্যে প্রেমও আছে। এমন একটি চরিত্রে অনন্য মামুনের ভাষায় ঋতুপর্ণা দুর্দান্ত অভিনয় করেছেন। ঋতুপর্ণা বলেন, ‘প্রত্যেক সিনেমাই আমার কাছে নতুন পরীক্ষার মতো। গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয়-সব মিলিয়ে স্পর্শ খুব ভালো একটি সিনেমা হয়েছে। আমি খুব খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। আর নীরবের সঙ্গে আমার ক্যামিস্ট্রি দর্শকের ভালোলাগবে আশা করছি। আর আমার কাছে যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। কারণ দুই বাংলার দর্শকের সিনেমাটি দেখার সুযোগ থাকে। দুই বাংলার দর্শক যেন স্পর্শ দেখার সুযোগ পান তাড়াতাড়ি এই অপেক্ষাতেই আছি আমি।’ ‘স্পর্শ’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনন্য মামুন।
‘অ্যাকশানর কাট এন্টারটেইনম্যান্ট’ ও ‘রোল ক্যামেরা অ্যাকশান’ প্রযোজনা করছে ‘স্পর্শ’ সিনেমাটি। ঋতুপর্ণা এর আগে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে অভিনয় করেছিলেন। এরই মধ্যে কলকাতায় গেল ২২ সেপ্টেম্বর মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত নতুন সিনেমা আরডি নাথ পরিচালিত ‘বিউটিফুল লাইফ’ সিনেমাটি। ঋতুপর্ণার সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত সিনেমা ‘দত্তা’। বাংলাদেশে ঋতুপর্ণা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘সাগরিকা’, ‘আমি সেই মেয়ে’, ‘মেয়েরাও মানুষ’, ‘স্বামী কেন আসামী’, ‘স্বামী ছিনতাই’ ইত্যাদি।