টিভি নাটকের এ প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। পাশাপাশি মডেলিং এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি ‘নগদে কট’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। কুদরত উল্লাহ’র গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। সুলতান এন্টারটেইমেন্ট প্রযোজিত এই নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদের ইউটিউব চ্যানেলে। এতে মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভিন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চল প্রমুখ।
গল্পের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
টিভি নাটকের এ প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। পাশাপাশি মডেলিং এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি ‘নগদে কট’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। কুদরত উল্লাহ’র গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। সুলতান এন্টারটেইমেন্ট প্রযোজিত এই নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদের ইউটিউব চ্যানেলে। এতে মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভিন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চল প্রমুখ।
গল্পের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’