বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’য় প্রিয়তমার ভূমিকায় অভিনয় করা নায়িকা ইধিকা পাল গত ৪ নভেম্বর ঢাকায় এসেছেন বেশ কয়েক মাস বিরতির পর। সর্বশেষ তিনি ঢাকায় এসেছিলেন ‘রয়েল ক্যাফের’ একটি আউটলেট’র উদ্বোধনীতে। এবার ইধিকা পাল ঢাকায় এসেছিলেন কয়েকটি কাজে। তারমধ্যে তিনি ঢাকায় এসেই একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গত ৫ নভেম্বর সারাদিন তিনি ব্যস্ত ছিলেন একটি ডকুমেন্টারির কাজে রাজধানীর নিকেতনে।
গতকাল সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন রাজধানীর বনানীতে ‘পিয়াস বিউটি অ্যাসেনসিয়ালস’র ফটোশ্যুটে। সেখানে তিনি ‘পিয়াস বিউটি অ্যাসেনসিয়ালস’র চেয়ারম্যান ফেরদৌসী জামান পিয়ার নিমন্ত্রণে ফটোশ্যূট-এ অংশ নেন। ফটোশ্যুটের ফাঁকে ফাঁকে তিনি তালহা মোস্তফা’র ক্যামেরার ফ্রেমে নিজেকে বন্দী করেন। ইধিকা পাল বলেন,‘ সবসময়ই বাংলাদেশে আসতে আমার ভীষণ ভালোলাগে। যথারীতি এবারও সেই ভালোলাগা কাজ করছে।
এবার বেশ কয়েকটি কাজের জন্যই আমার ঢাকায় আসা। আর এখানে আসার পর মূলত পিয়া আপুর বিউটি অ্যাসেনসিয়ালস-এ আসার নিমন্ত্রণ পাই। এখানে এসে খুউব ভালোলেগেছে। বিশেষ করে পরিবেশ, তাদের সার্ভিস এবং সবার আন্তরিকতা। ’ ইধিকা পাল গতকাল বিকেলের ফ্লাইটে কলকাতা ফিরে যাবার কথা। সেখানে গিয়ে কয়েকটি সিনেমা হলে দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’য় প্রিয়তমার ভূমিকায় অভিনয় করা নায়িকা ইধিকা পাল গত ৪ নভেম্বর ঢাকায় এসেছেন বেশ কয়েক মাস বিরতির পর। সর্বশেষ তিনি ঢাকায় এসেছিলেন ‘রয়েল ক্যাফের’ একটি আউটলেট’র উদ্বোধনীতে। এবার ইধিকা পাল ঢাকায় এসেছিলেন কয়েকটি কাজে। তারমধ্যে তিনি ঢাকায় এসেই একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গত ৫ নভেম্বর সারাদিন তিনি ব্যস্ত ছিলেন একটি ডকুমেন্টারির কাজে রাজধানীর নিকেতনে।
গতকাল সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন রাজধানীর বনানীতে ‘পিয়াস বিউটি অ্যাসেনসিয়ালস’র ফটোশ্যুটে। সেখানে তিনি ‘পিয়াস বিউটি অ্যাসেনসিয়ালস’র চেয়ারম্যান ফেরদৌসী জামান পিয়ার নিমন্ত্রণে ফটোশ্যূট-এ অংশ নেন। ফটোশ্যুটের ফাঁকে ফাঁকে তিনি তালহা মোস্তফা’র ক্যামেরার ফ্রেমে নিজেকে বন্দী করেন। ইধিকা পাল বলেন,‘ সবসময়ই বাংলাদেশে আসতে আমার ভীষণ ভালোলাগে। যথারীতি এবারও সেই ভালোলাগা কাজ করছে।
এবার বেশ কয়েকটি কাজের জন্যই আমার ঢাকায় আসা। আর এখানে আসার পর মূলত পিয়া আপুর বিউটি অ্যাসেনসিয়ালস-এ আসার নিমন্ত্রণ পাই। এখানে এসে খুউব ভালোলেগেছে। বিশেষ করে পরিবেশ, তাদের সার্ভিস এবং সবার আন্তরিকতা। ’ ইধিকা পাল গতকাল বিকেলের ফ্লাইটে কলকাতা ফিরে যাবার কথা। সেখানে গিয়ে কয়েকটি সিনেমা হলে দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার সম্ভাবনা রয়েছে।