দীর্ঘ বিরতির পর ফের টেলিভিশনে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার অভিনেতা হিসেবে নয়, নতুন সিরিয়াল ‘আলোর কোলে’র প্রযোজক হিসেবে বুম্বাদা ছোটপর্দায় ফিরছেন বলে আনন্দবাজার জানিয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন সিরিয়ালটি।
মাতৃত্বনির্ভর এ সিরিয়ালটি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস প্রযোজনা করেছে। এই সিরিয়ালে রয়েছেন টলিউড অভিনেতা স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় ও সমু সরকার।
এই তিনজন ছাড়াও নবাগত রিষিতা নন্দী নামের এক শিশুশিল্পী রয়েছে, যাকে ঘিরেই গল্প এগিয়ে যাবে।
সিরিয়ালে দেখা যাবে, মাহারা মেয়েটির মায়ের ঘাটতি পূরণ করবে অন্য এক নারী। এর আগেও কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘গানের ওপারে’ ও ‘কনকাঞ্জলি’ প্রযোজনা করেছেন প্রসেনজিৎ। এবার প্রায় এক যুগ পরে টেলিভিশনে ফিরলেন তিনি।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
দীর্ঘ বিরতির পর ফের টেলিভিশনে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার অভিনেতা হিসেবে নয়, নতুন সিরিয়াল ‘আলোর কোলে’র প্রযোজক হিসেবে বুম্বাদা ছোটপর্দায় ফিরছেন বলে আনন্দবাজার জানিয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন সিরিয়ালটি।
মাতৃত্বনির্ভর এ সিরিয়ালটি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস প্রযোজনা করেছে। এই সিরিয়ালে রয়েছেন টলিউড অভিনেতা স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় ও সমু সরকার।
এই তিনজন ছাড়াও নবাগত রিষিতা নন্দী নামের এক শিশুশিল্পী রয়েছে, যাকে ঘিরেই গল্প এগিয়ে যাবে।
সিরিয়ালে দেখা যাবে, মাহারা মেয়েটির মায়ের ঘাটতি পূরণ করবে অন্য এক নারী। এর আগেও কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘গানের ওপারে’ ও ‘কনকাঞ্জলি’ প্রযোজনা করেছেন প্রসেনজিৎ। এবার প্রায় এক যুগ পরে টেলিভিশনে ফিরলেন তিনি।