সারা বিশ্বে ৩ ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে আজ উদযাপন হতে যাচ্ছে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। পাশাপাশি আজ বাংলাদেশ এ বছর ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন হচ্ছে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে আহমেদ সাব্বির রোমিও নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিভে যাওয়া প্রদীপ’।
প্রিয়াংকা ভিশন ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় মুক্তি পাবে এটি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক নিজে ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াংকা ইসলাম এবং শিশুশিল্পী আল শাহরিয়ার। কাজটিতে ডিওপি ছিলেন এ কে আজাদ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু।
একজন অসহায় শিশু প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কিভাবে তার একমাত্র বোন একান্ত অসহায় হয়ে সমাজের মুখোশধারী বিত্তশীলের হাতে শারিরিক নির্যাতনের স্বীকার হয় সেই করুন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
সারা বিশ্বে ৩ ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে আজ উদযাপন হতে যাচ্ছে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। পাশাপাশি আজ বাংলাদেশ এ বছর ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন হচ্ছে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে আহমেদ সাব্বির রোমিও নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিভে যাওয়া প্রদীপ’।
প্রিয়াংকা ভিশন ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় মুক্তি পাবে এটি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক নিজে ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াংকা ইসলাম এবং শিশুশিল্পী আল শাহরিয়ার। কাজটিতে ডিওপি ছিলেন এ কে আজাদ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু।
একজন অসহায় শিশু প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কিভাবে তার একমাত্র বোন একান্ত অসহায় হয়ে সমাজের মুখোশধারী বিত্তশীলের হাতে শারিরিক নির্যাতনের স্বীকার হয় সেই করুন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।