শিল্পী, বাংলাদেশের সিনেমার একজন নন্দিত নায়িকা। বিশেষত তাকে সবাই খুউব সহজেই চিনেন সালমান শাহ’র নায়িকা হিসেবে। রানা নাসের পরিচালিত জামান আাকতারের কাহিনীতে মোহাম্মদ হোসেনের চিত্রনাট্যে নির্মিত ‘প্রিয়জন’ সিনেমাতে সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শিল্পী। শিল্পী বহুবছর যাবত সিনেমায় অভিনয় করছেন না। কিন্তু চলচ্চিত্রের সবার সঙ্গেই রয়েছে তার নিয়মিত যোগাযোগ।
বিশেষ করে নব্বই দশকে যাদের সিনেমায় যাত্রা শুরু হয়েছিলো তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধু’দের সহ আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে শিল্পী গেলো ১১ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল রেনেসান্স-এ গল্প, আড্ডায় মেতে উঠেন। শিল্পীর নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন বাপ্পারাজ, নাইম, শাবনাজ, ওমরসানী, আমিন খান, মিশা সওদাগর, আঁখি আলমগীর, দিঠি আনোয়ার, উপল, সম্রাট, পরিচালক গাজী মাহবুব। সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এই গল্প আড্ডায় নব্বই দশকের ফেলে আসার দিনের স্মৃতি চারণ করছিলেন তারা। শিল্পী বলেন,‘ সত্যি বলতে কী অনেকদিন হলো আমরা এমন আড্ডায় বসতে পারছিনা। জানি সবাই যার যার কাজে ভীষণ ব্যস্ত। তারপরও আমার আহ্বানে সাড়া দিয়ে দারুণ কোয়ালিটি সময় উপহার দিয়ে গেছেন।’
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
শিল্পী, বাংলাদেশের সিনেমার একজন নন্দিত নায়িকা। বিশেষত তাকে সবাই খুউব সহজেই চিনেন সালমান শাহ’র নায়িকা হিসেবে। রানা নাসের পরিচালিত জামান আাকতারের কাহিনীতে মোহাম্মদ হোসেনের চিত্রনাট্যে নির্মিত ‘প্রিয়জন’ সিনেমাতে সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শিল্পী। শিল্পী বহুবছর যাবত সিনেমায় অভিনয় করছেন না। কিন্তু চলচ্চিত্রের সবার সঙ্গেই রয়েছে তার নিয়মিত যোগাযোগ।
বিশেষ করে নব্বই দশকে যাদের সিনেমায় যাত্রা শুরু হয়েছিলো তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধু’দের সহ আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে শিল্পী গেলো ১১ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল রেনেসান্স-এ গল্প, আড্ডায় মেতে উঠেন। শিল্পীর নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন বাপ্পারাজ, নাইম, শাবনাজ, ওমরসানী, আমিন খান, মিশা সওদাগর, আঁখি আলমগীর, দিঠি আনোয়ার, উপল, সম্রাট, পরিচালক গাজী মাহবুব। সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এই গল্প আড্ডায় নব্বই দশকের ফেলে আসার দিনের স্মৃতি চারণ করছিলেন তারা। শিল্পী বলেন,‘ সত্যি বলতে কী অনেকদিন হলো আমরা এমন আড্ডায় বসতে পারছিনা। জানি সবাই যার যার কাজে ভীষণ ব্যস্ত। তারপরও আমার আহ্বানে সাড়া দিয়ে দারুণ কোয়ালিটি সময় উপহার দিয়ে গেছেন।’