আজ বাংলাদেশের ‘নায়ক রাজ’ রাজ্জাকের জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৮২’তে পা দিতেন। ২০১৭ সালের ২১ আগস্ট নায়ক রাজ্জাক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তার তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও স¤্রাট অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত । আরেক ছেলে বাপ্পী দেশের বাইরেই স্থায়ী হয়েছেন। জানা যায়, নায়ক রাজের জন্মদিনকে ঘিরে বিএফডিসিতে প্রতিষ্ঠিত কোনো সমিতিরই বিশেষ কোনো আয়োজন নেই। তবে গণমাধ্যমগুলো নায়ক রাজের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে নায়ক রাজ’র জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে।
বাংলাদেশের সিনেমায় ১৯৬৬ সালে ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে অভিনয়ে তার যাত্রা শুরু হয়। তবে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে চলচ্চিতেত্র নিজের অবস্থান গড়ে নেন। এরপর থেকে টানা কয়েকদশক প্রধান নায়ক হিসেবেই তিনি অভিনয় করে গেছেন।
তার অভিনীত অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে। বাবার জন্মদিন প্রসঙ্গে নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন,‘ সত্যি বলতে কী দিন যতো যাচ্ছে যে কারো জন্মদিন নিয়ে উচ্ছাসটা কমে যাচ্ছে। একটা সময় আব্বুর জন্মদিনে বড় পার্টি হতো। সেইসময়টা খুউব উপভোগ করতাম। কিন্তু এখনতো আসলে বিশেষ দিন বলেই যে এমন নয়, আব্বুর জন্য সবসময়ই দোয়া করি। শুধু দোয়া চাই সকলের কাছে। জন্মদিনে কেউ বিশেষ আয়োজন করলেন কী করলেন না এসব নিয়ে আমাদের সত্যিই কোনো ভাবনা নেই।’ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়ক রাজ রাজ্জাক ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি।
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
আজ বাংলাদেশের ‘নায়ক রাজ’ রাজ্জাকের জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৮২’তে পা দিতেন। ২০১৭ সালের ২১ আগস্ট নায়ক রাজ্জাক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তার তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও স¤্রাট অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত । আরেক ছেলে বাপ্পী দেশের বাইরেই স্থায়ী হয়েছেন। জানা যায়, নায়ক রাজের জন্মদিনকে ঘিরে বিএফডিসিতে প্রতিষ্ঠিত কোনো সমিতিরই বিশেষ কোনো আয়োজন নেই। তবে গণমাধ্যমগুলো নায়ক রাজের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে নায়ক রাজ’র জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে।
বাংলাদেশের সিনেমায় ১৯৬৬ সালে ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে অভিনয়ে তার যাত্রা শুরু হয়। তবে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে চলচ্চিতেত্র নিজের অবস্থান গড়ে নেন। এরপর থেকে টানা কয়েকদশক প্রধান নায়ক হিসেবেই তিনি অভিনয় করে গেছেন।
তার অভিনীত অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে। বাবার জন্মদিন প্রসঙ্গে নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন,‘ সত্যি বলতে কী দিন যতো যাচ্ছে যে কারো জন্মদিন নিয়ে উচ্ছাসটা কমে যাচ্ছে। একটা সময় আব্বুর জন্মদিনে বড় পার্টি হতো। সেইসময়টা খুউব উপভোগ করতাম। কিন্তু এখনতো আসলে বিশেষ দিন বলেই যে এমন নয়, আব্বুর জন্য সবসময়ই দোয়া করি। শুধু দোয়া চাই সকলের কাছে। জন্মদিনে কেউ বিশেষ আয়োজন করলেন কী করলেন না এসব নিয়ে আমাদের সত্যিই কোনো ভাবনা নেই।’ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়ক রাজ রাজ্জাক ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি।