অন্তর্জালে এলো ঢাকাই শাড়ি নিয়ে নতুন এক গান। গানের নাম ‘শাড়ি কিনে দেবো’। গানটি লিখেছেন সালমান আহমেদ সোহাগ ও আশরাফুল পাভেল। গানের সুর-সংগীত করেছেন পাভেল নিজে। শুধু তাই নয়, গানের ভিডিওতে ইন্দো-কানাডিয়ান মডেল অনু কায়রার সঙ্গে পারফর্মও করেছেন পাভেল। গানচিত্রটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
আশরাফুল পাভেল জানান, কানাডার টাইমলেস ট্রি স্টুডিওতে চিত্রায়ন করা হয়েছে গানটি। ভিডিওটি নির্মাণ করেছেন শাইল শর্মা। চিত্রায়নে ছিলেন অরুণ পাঠক। নতুন এই গান নিয়ে পাভেল বললেন, গানটি আমার ‘যাইমু লং ড্রাইবো’র আদলে করা। যেটা শ্রোতাদের বিপুল ভালোবাসা পেয়েছিল। এই গানের কোরাসটা পাঞ্জাবি একটি গান থেকে অনুপ্রাণিত হয়ে করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, অনেক দিন ধরেই নিজের উদ্যোগে গান করে আসছেন আশরাফুল পাভেল। এক-দুই মাস পরপরই তিনি নতুন গান নিয়ে হাজির হন। এই ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
অন্তর্জালে এলো ঢাকাই শাড়ি নিয়ে নতুন এক গান। গানের নাম ‘শাড়ি কিনে দেবো’। গানটি লিখেছেন সালমান আহমেদ সোহাগ ও আশরাফুল পাভেল। গানের সুর-সংগীত করেছেন পাভেল নিজে। শুধু তাই নয়, গানের ভিডিওতে ইন্দো-কানাডিয়ান মডেল অনু কায়রার সঙ্গে পারফর্মও করেছেন পাভেল। গানচিত্রটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
আশরাফুল পাভেল জানান, কানাডার টাইমলেস ট্রি স্টুডিওতে চিত্রায়ন করা হয়েছে গানটি। ভিডিওটি নির্মাণ করেছেন শাইল শর্মা। চিত্রায়নে ছিলেন অরুণ পাঠক। নতুন এই গান নিয়ে পাভেল বললেন, গানটি আমার ‘যাইমু লং ড্রাইবো’র আদলে করা। যেটা শ্রোতাদের বিপুল ভালোবাসা পেয়েছিল। এই গানের কোরাসটা পাঞ্জাবি একটি গান থেকে অনুপ্রাণিত হয়ে করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, অনেক দিন ধরেই নিজের উদ্যোগে গান করে আসছেন আশরাফুল পাভেল। এক-দুই মাস পরপরই তিনি নতুন গান নিয়ে হাজির হন। এই ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।