আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এক বিকেলে’। নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। পরিচালনা করেছেন তরুণ পরিচালক শিশির আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, মাসুম বাশার, কামরুন নাহার হাসি, তুতিয়া ইয়াসমিন পাপিয়াসহ আরো অনেসকে।
এতে অভিনয় প্রসঙ্গে আবু হুরায়রা তানভীর বলেন, ‘গল্পটা একেবারেই অন্যরকম। আমার কাছে স্ক্রিপ্টটা খুউব ভালো লেগেছে বিধায় কাজটা বেশ আন্তরিকতা নিয়ে করেছি। তাছাড়া পরিচালকের বিনয়, কাজের প্রতি তার একাগ্রতা-সবই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই কাজটি মন দিয়ে করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ মাসুম বাশার বলেন, ‘শিশির নির্মাণে নতুন। কিন্তু কাজের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করে।
আশা করছি নাটকটি সবমিলিয়ে ভালো হবে।’ সাবেরী আলম বলেন, ‘এখন তো আসলে গল্পে খুব বেশি ভিন্নতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই নাটকটির গল্পটা ভালো লেগেছে। শিশির যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ পরিচালক শিশির আহমেদ বলেন, ‘আমি এরই মধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। প্রচারিত নাটকগুলোর জন্য বেশ সাড়া পাচ্ছি। এক বিকেলে- নিয়ে আমি খুব আশাবাদী।’
শনিবার, ৩০ মার্চ ২০২৪
আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এক বিকেলে’। নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। পরিচালনা করেছেন তরুণ পরিচালক শিশির আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, মাসুম বাশার, কামরুন নাহার হাসি, তুতিয়া ইয়াসমিন পাপিয়াসহ আরো অনেসকে।
এতে অভিনয় প্রসঙ্গে আবু হুরায়রা তানভীর বলেন, ‘গল্পটা একেবারেই অন্যরকম। আমার কাছে স্ক্রিপ্টটা খুউব ভালো লেগেছে বিধায় কাজটা বেশ আন্তরিকতা নিয়ে করেছি। তাছাড়া পরিচালকের বিনয়, কাজের প্রতি তার একাগ্রতা-সবই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই কাজটি মন দিয়ে করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ মাসুম বাশার বলেন, ‘শিশির নির্মাণে নতুন। কিন্তু কাজের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করে।
আশা করছি নাটকটি সবমিলিয়ে ভালো হবে।’ সাবেরী আলম বলেন, ‘এখন তো আসলে গল্পে খুব বেশি ভিন্নতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই নাটকটির গল্পটা ভালো লেগেছে। শিশির যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ পরিচালক শিশির আহমেদ বলেন, ‘আমি এরই মধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। প্রচারিত নাটকগুলোর জন্য বেশ সাড়া পাচ্ছি। এক বিকেলে- নিয়ে আমি খুব আশাবাদী।’