আগামী ঈদে প্রচারের জন্য গাজীপুরের কালীগঞ্জের উলুখোলায় শুটিং চলছে রবিউল সিকদার পরিচালিত বিশেষ নাটক ‘আমরা বোকা না’র কাজ। নাটকটির গল্প রচনা করেছেন আহসান আলমগীর। এই নাটকে প্রাণ রায় ও আখম হাসানের সঙ্গে অভিনয় করেন সুমাইয়া অর্পা।
২০২২ সালে মিফাতাহ আনানের পরিচালনায় একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অর্পার অভিষেক। এরপর বেশ কয়েকজন গুণী পরিচালকের নাটকে তার অভিনয় করা হয়েছে। প্রীত দত্তের ‘বিয়ের ভয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অর্পা।
সুমাইয়া অর্পা বলেন, ‘মাত্র তো দুবছর হলো অভিনয়ের দুনিযায় আমার পথচলা। এর মধ্যে কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছি। এ নাটকে প্রাণ দাদা, হাসান ভাই, সাজু ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার নিজের অভিনয়কে সমৃদ্ধ করার মতো সুযোগ করে দিয়েছেন পরিচালক রবিউল সিকদার ভাই। তার কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।’ রবিউল সিকদার জানান আগামী ঈদেই নাটকটি প্রচারে আসবে।
রোববার, ৩১ মার্চ ২০২৪
আগামী ঈদে প্রচারের জন্য গাজীপুরের কালীগঞ্জের উলুখোলায় শুটিং চলছে রবিউল সিকদার পরিচালিত বিশেষ নাটক ‘আমরা বোকা না’র কাজ। নাটকটির গল্প রচনা করেছেন আহসান আলমগীর। এই নাটকে প্রাণ রায় ও আখম হাসানের সঙ্গে অভিনয় করেন সুমাইয়া অর্পা।
২০২২ সালে মিফাতাহ আনানের পরিচালনায় একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অর্পার অভিষেক। এরপর বেশ কয়েকজন গুণী পরিচালকের নাটকে তার অভিনয় করা হয়েছে। প্রীত দত্তের ‘বিয়ের ভয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অর্পা।
সুমাইয়া অর্পা বলেন, ‘মাত্র তো দুবছর হলো অভিনয়ের দুনিযায় আমার পথচলা। এর মধ্যে কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছি। এ নাটকে প্রাণ দাদা, হাসান ভাই, সাজু ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার নিজের অভিনয়কে সমৃদ্ধ করার মতো সুযোগ করে দিয়েছেন পরিচালক রবিউল সিকদার ভাই। তার কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।’ রবিউল সিকদার জানান আগামী ঈদেই নাটকটি প্রচারে আসবে।