মোশাররফ করিম আগামী ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তারমধ্যে একটি গল্পের নাটক ‘উড়নচণ্ডী’। নাটকটি রচনা করেছেন নাট্যকার আশরাফুল চঞ্চল। নির্মাণ করেছেন নাট্যনির্মতা ইমরাউল রাফাত। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন এই সময়ের অভিনেত্রী নায়মা আলম মাহা। কয়েকবছর বিরতির পর আবারো মোশাররফ করিমের সঙ্গে একই নাটকে অভিনয় করার সুযোগ পেলেন নায়মা আলম মাহা। তবে এটি ধারাবাহিক নাটক নয়, খণ্ড নাটক।
বিরতির পর আবারো মোশাররফ করিমের সঙ্গে কাজ প্রসঙ্গে মাহা বলেন, ‘আগে দুটি ধারাবাহিকে যখন অভিনয় করার সুযোগ পেয়েছি, তখন আসলে অভিনয়ে আমি অনেকটাই নতুন। এরইমধ্যে মাঝে কেটে গেলো বেশ কয়েকটা বছর। চরিত্র বুঝে কিছুটা হলেও অভিনয় শেখার চেষ্টা করছি। মোশাররফ ভাইতো অভিনয়ের পাঠশালা। তারসঙ্গে ক্যামেরার সামনে অভিনয় করতে পারটাই যেন অনেক বড় প্রাপ্তি। পুরো উড়নচণ্ডী টিমের প্রতি ভালোবাসা রইলো।’
এছাড়াও আগামী ঈদে মোশাররফ করিম অভিনীত ‘নেশার লাটিম’, ‘নীল রংয়ের শার্ট’, ‘গরম একটা খবর আছে’ , ‘দুনিয়া’ , ‘জমিদারের পোলা’, ‘রঙ্গিলা মজিদ’ ঈদে প্রচার হবে। মাহা অভিনীত নতুন ধারাবাহিক ‘এমন যদি হতে’ রয়েছে প্রচারের অপেক্ষায়।
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
মোশাররফ করিম আগামী ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তারমধ্যে একটি গল্পের নাটক ‘উড়নচণ্ডী’। নাটকটি রচনা করেছেন নাট্যকার আশরাফুল চঞ্চল। নির্মাণ করেছেন নাট্যনির্মতা ইমরাউল রাফাত। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন এই সময়ের অভিনেত্রী নায়মা আলম মাহা। কয়েকবছর বিরতির পর আবারো মোশাররফ করিমের সঙ্গে একই নাটকে অভিনয় করার সুযোগ পেলেন নায়মা আলম মাহা। তবে এটি ধারাবাহিক নাটক নয়, খণ্ড নাটক।
বিরতির পর আবারো মোশাররফ করিমের সঙ্গে কাজ প্রসঙ্গে মাহা বলেন, ‘আগে দুটি ধারাবাহিকে যখন অভিনয় করার সুযোগ পেয়েছি, তখন আসলে অভিনয়ে আমি অনেকটাই নতুন। এরইমধ্যে মাঝে কেটে গেলো বেশ কয়েকটা বছর। চরিত্র বুঝে কিছুটা হলেও অভিনয় শেখার চেষ্টা করছি। মোশাররফ ভাইতো অভিনয়ের পাঠশালা। তারসঙ্গে ক্যামেরার সামনে অভিনয় করতে পারটাই যেন অনেক বড় প্রাপ্তি। পুরো উড়নচণ্ডী টিমের প্রতি ভালোবাসা রইলো।’
এছাড়াও আগামী ঈদে মোশাররফ করিম অভিনীত ‘নেশার লাটিম’, ‘নীল রংয়ের শার্ট’, ‘গরম একটা খবর আছে’ , ‘দুনিয়া’ , ‘জমিদারের পোলা’, ‘রঙ্গিলা মজিদ’ ঈদে প্রচার হবে। মাহা অভিনীত নতুন ধারাবাহিক ‘এমন যদি হতে’ রয়েছে প্রচারের অপেক্ষায়।