সিনেমা কিংবা নাটকে নয়, ঈদুল ফিতরে অ্যালবামের পাশাপাশি একক গান নিয়ে আসছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান, সুরকার, গীতিকার ও শিল্পীরা। এবার ঈদের গানে স্থপতি এনামুল করিম নির্ঝর, প্রয়াত খালিদ সাইফুল্লাহ, সুরকার শওকত আলী ইমন, ইমরান মাহমুদুল, পড়শী, ঈশান মজুমদাররা আছেন। আবার ঈদের গানে আরবোভাইরাস, অ্যাশেজের মতো জনপ্রিয় ব্যান্ডও থাকছে।
ঈদ ও পয়লা বৈশাখে ‘তাল বেতালের শহর’ নামে নতুন অ্যালবাম নিয়ে আসছে গানশালা ও এক নির্ঝর কোলাবরেশনস। এক নির্ঝরের গানের এই অ্যালবামের পাঁচ গানে শহুরে জীবনের বলা না-বলা কথা আর সুর বাঁধা হয়েছে। প্রথম গানটি ১১ এপ্রিল প্রকাশিত হবে; ২২ এপ্রিলের মধ্যে বাকি চারটি গানও প্রকাশিত হবে। গানগুলো গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করছেন মিউজিক ভিডিও।ইম
এবার ঈদে অর্ধশতাধিক গান নিয়ে আসছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এর মধ্যে প্রয়াত সংগীতশিল্পী খালিদ সাইফুল্লাহর দুটি গান ‘অজান্তে’ ও ‘ব্ল্যাকহোল’ রয়েছে। আরও রয়েছে পান্থ কানাইয়ের ‘তুমি আমার স্বপ্ন ষোলোআনা’, ইমরান-পড়শীর ‘তুই ছাড়া অচল’, তোশিবার ‘সোনার ময়না পাখি’।
রেকর্ড লেবেলের বাইরে ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসি বলে যাও’ গানের ভিডিও চিত্র নিয়ে আসছেন ইমরান মাহমুদুল। গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল।
সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। দ্বৈত গানে ইমরানের সঙ্গে মারুফা তৃষা। ঈদের একাধিক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী মনির খান। এর মধ্যে ‘৩ কাঠার এক জমিন আছে অন্তরের ভিতর’ গানের কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার। গানগুলো মনির খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। কেউ কেউ ইতিমধ্যে ঈদের গান প্রকাশ করাও শুরু করেছেন। ঈদকে কেন্দ্র করে ‘কফির পেয়ালা’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ করেছেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। ধ্রুব মিউজিক স্টেশনের গানটির গীতিকার আশিক মাহমুদ।
আকাশ মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন ইমন। ঈদে আরও কয়েকটি গান থাকবে ধ্রুব মিউজিক স্টেশনে। চাঁদরাতে প্রকাশিত হবে ‘নিঠুর মনোহর’-এর গায়ক ঈশান মজুমদারের নতুন গান ‘জেনে নিয়ো’। এই গানে মডেল হিসেবে ঈশানের সঙ্গে নন্দিতাকে দেখা যাবে।
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে ২ এপ্রিল এসেছে ভারতীয় কণ্ঠশিল্পী অন্বেষার গানের ভিডিও চিত্র ‘একইভাবে দিন আসে’। জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদ উপলক্ষে স্বাধীন বাবুর কথা ও সুরে ‘মনের নাগর’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সালমা। সপ্তাহখানেক আগে ‘ধূপের দীর্ঘশ্বাস’ শিরোনামে সালমার আরেকটি গান প্রকাশিত হয়েছে। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন সৈয়দ মনসুর।
দুটি গান নিয়ে আসছেন পারভীন লিসা। দুই গানের একটি ‘মনে মনে মন বান্ধিলে’, মিজান মালিকের লেখা গানটির সুর করেছেন জাহিদ বাসার। ‘ভালোবাসার রং লাগাইয়া’ নামের আরেকটি গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ। ঈদে টিভিতে গানের আয়োজন থাকবে। চমক হিসেবে ‘ইত্যাদি’র মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে গাইছেন তিনি; এই দ্বৈত গানে ফারিণের সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী তাহসান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
এবারের ‘ইত্যাদি’তে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ব্যান্ডসংগীতেও ঈদের আমেজ লেগেছে। ঈদ সামনে রেখে চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’-এর তৃতীয় গান ‘ইন্দ্রিয়’ প্রকাশ করেছে হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস।
এই গানের মধ্য দিয়ে ভোকালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করছেন মুনতাসির মামুন। অলটারনেটিভ রক ধাঁচের গানটির কথা ও সুর করেছেন তিনি। ‘ইন্দ্রিয়’ রেকর্ড, মিক্স ও মাস্টার করেছেন সুহার্তো শেরিফ। গানটির মিউজিক ভিডিওর কাজ চলছে, ঈদের আগে কিংবা পরে মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
চাঁদরাতে অ্যাশেজ ব্যান্ডের ‘বিভ্রম’ অ্যালবামের নতুন গান আসবে।
রোববার, ০৭ এপ্রিল ২০২৪
সিনেমা কিংবা নাটকে নয়, ঈদুল ফিতরে অ্যালবামের পাশাপাশি একক গান নিয়ে আসছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান, সুরকার, গীতিকার ও শিল্পীরা। এবার ঈদের গানে স্থপতি এনামুল করিম নির্ঝর, প্রয়াত খালিদ সাইফুল্লাহ, সুরকার শওকত আলী ইমন, ইমরান মাহমুদুল, পড়শী, ঈশান মজুমদাররা আছেন। আবার ঈদের গানে আরবোভাইরাস, অ্যাশেজের মতো জনপ্রিয় ব্যান্ডও থাকছে।
ঈদ ও পয়লা বৈশাখে ‘তাল বেতালের শহর’ নামে নতুন অ্যালবাম নিয়ে আসছে গানশালা ও এক নির্ঝর কোলাবরেশনস। এক নির্ঝরের গানের এই অ্যালবামের পাঁচ গানে শহুরে জীবনের বলা না-বলা কথা আর সুর বাঁধা হয়েছে। প্রথম গানটি ১১ এপ্রিল প্রকাশিত হবে; ২২ এপ্রিলের মধ্যে বাকি চারটি গানও প্রকাশিত হবে। গানগুলো গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করছেন মিউজিক ভিডিও।ইম
এবার ঈদে অর্ধশতাধিক গান নিয়ে আসছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এর মধ্যে প্রয়াত সংগীতশিল্পী খালিদ সাইফুল্লাহর দুটি গান ‘অজান্তে’ ও ‘ব্ল্যাকহোল’ রয়েছে। আরও রয়েছে পান্থ কানাইয়ের ‘তুমি আমার স্বপ্ন ষোলোআনা’, ইমরান-পড়শীর ‘তুই ছাড়া অচল’, তোশিবার ‘সোনার ময়না পাখি’।
রেকর্ড লেবেলের বাইরে ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসি বলে যাও’ গানের ভিডিও চিত্র নিয়ে আসছেন ইমরান মাহমুদুল। গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল।
সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। দ্বৈত গানে ইমরানের সঙ্গে মারুফা তৃষা। ঈদের একাধিক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী মনির খান। এর মধ্যে ‘৩ কাঠার এক জমিন আছে অন্তরের ভিতর’ গানের কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার। গানগুলো মনির খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। কেউ কেউ ইতিমধ্যে ঈদের গান প্রকাশ করাও শুরু করেছেন। ঈদকে কেন্দ্র করে ‘কফির পেয়ালা’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ করেছেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। ধ্রুব মিউজিক স্টেশনের গানটির গীতিকার আশিক মাহমুদ।
আকাশ মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন ইমন। ঈদে আরও কয়েকটি গান থাকবে ধ্রুব মিউজিক স্টেশনে। চাঁদরাতে প্রকাশিত হবে ‘নিঠুর মনোহর’-এর গায়ক ঈশান মজুমদারের নতুন গান ‘জেনে নিয়ো’। এই গানে মডেল হিসেবে ঈশানের সঙ্গে নন্দিতাকে দেখা যাবে।
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে ২ এপ্রিল এসেছে ভারতীয় কণ্ঠশিল্পী অন্বেষার গানের ভিডিও চিত্র ‘একইভাবে দিন আসে’। জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদ উপলক্ষে স্বাধীন বাবুর কথা ও সুরে ‘মনের নাগর’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সালমা। সপ্তাহখানেক আগে ‘ধূপের দীর্ঘশ্বাস’ শিরোনামে সালমার আরেকটি গান প্রকাশিত হয়েছে। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন সৈয়দ মনসুর।
দুটি গান নিয়ে আসছেন পারভীন লিসা। দুই গানের একটি ‘মনে মনে মন বান্ধিলে’, মিজান মালিকের লেখা গানটির সুর করেছেন জাহিদ বাসার। ‘ভালোবাসার রং লাগাইয়া’ নামের আরেকটি গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ। ঈদে টিভিতে গানের আয়োজন থাকবে। চমক হিসেবে ‘ইত্যাদি’র মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে গাইছেন তিনি; এই দ্বৈত গানে ফারিণের সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী তাহসান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
এবারের ‘ইত্যাদি’তে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ব্যান্ডসংগীতেও ঈদের আমেজ লেগেছে। ঈদ সামনে রেখে চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’-এর তৃতীয় গান ‘ইন্দ্রিয়’ প্রকাশ করেছে হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস।
এই গানের মধ্য দিয়ে ভোকালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করছেন মুনতাসির মামুন। অলটারনেটিভ রক ধাঁচের গানটির কথা ও সুর করেছেন তিনি। ‘ইন্দ্রিয়’ রেকর্ড, মিক্স ও মাস্টার করেছেন সুহার্তো শেরিফ। গানটির মিউজিক ভিডিওর কাজ চলছে, ঈদের আগে কিংবা পরে মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
চাঁদরাতে অ্যাশেজ ব্যান্ডের ‘বিভ্রম’ অ্যালবামের নতুন গান আসবে।