ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ‘ওলটপালট আমি’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গীতিকার ইউনুস হাকিমের কথায় সুর ও সংগীত পরিচালনাসহ কণ্ঠ দিয়েছেন এস কে সমীর নিজেই।
গানটির প্রসঙ্গে এস কে সমীর বলেন, ‘এক এক করে দেশের সব লেভেল কোম্পানিগুলো যখন গানের কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বর্তমানে বড় কোম্পানিগুলোর গানের কাজ একপ্রকার নেই বললেই চলে। শিল্পীরা এখন নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছে, আমিও তাই করছি।
এবার ঈদ ও পহেলা বৈশাখ যেহেতু খুব কাছাকাছি সময়ের মধ্যে পড়েছে তাই এই সুযোগটি হাতছাড়া না করে এই দুই উপলক্ষ আমার নতুন একক মিউজিক ভিডিও রিলিজ করলাম। গানটি আশা করি ইয়ং জেনারেশনের কাছে খুবই ভালো লাগবে।’
এই মুহূর্তে এস কে সমীর ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং, জিংগেল ও গানের মিউজিক কম্পোজিশন নিয়ে ব্যস্ত সময় পার করছে। আগামীতে আরো ভালো ভালো গান নিয়ে প্রিয় শ্রোতাদের মাঝে উপস্থিত থাকবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ‘ওলটপালট আমি’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গীতিকার ইউনুস হাকিমের কথায় সুর ও সংগীত পরিচালনাসহ কণ্ঠ দিয়েছেন এস কে সমীর নিজেই।
গানটির প্রসঙ্গে এস কে সমীর বলেন, ‘এক এক করে দেশের সব লেভেল কোম্পানিগুলো যখন গানের কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বর্তমানে বড় কোম্পানিগুলোর গানের কাজ একপ্রকার নেই বললেই চলে। শিল্পীরা এখন নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছে, আমিও তাই করছি।
এবার ঈদ ও পহেলা বৈশাখ যেহেতু খুব কাছাকাছি সময়ের মধ্যে পড়েছে তাই এই সুযোগটি হাতছাড়া না করে এই দুই উপলক্ষ আমার নতুন একক মিউজিক ভিডিও রিলিজ করলাম। গানটি আশা করি ইয়ং জেনারেশনের কাছে খুবই ভালো লাগবে।’
এই মুহূর্তে এস কে সমীর ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং, জিংগেল ও গানের মিউজিক কম্পোজিশন নিয়ে ব্যস্ত সময় পার করছে। আগামীতে আরো ভালো ভালো গান নিয়ে প্রিয় শ্রোতাদের মাঝে উপস্থিত থাকবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।