এবার নিজের একক অ্যালবাম নিয়ে আসছেন তুহিন। যার নাম ‘সন্ধ্যা নামিলো শ্যাম’। অ্যালবামের প্রথম ও টাইটেল গান সম্প্রতি প্রকাশ হয়েছে । গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সংগীতানুষ্ঠানের মাধ্যমে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই শ্রোতাদের ভালোবাসা মিলছে। সংগীতাঙ্গনের অনেকেও মুগ্ধতা প্রকাশ করছেন এটি শুনে।
গানের কথা ও সুর সাজিয়েছেন তুহিন নিজেই। তার অন্যান্য গানের মতো এই গানেও প্রকৃতি আর প্রেমের অনিন্দ্য সমন্বয় রয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সোহান আলী। গানের শুরুটা এরকম ‘মনেরও ময়ূর নাচে, ঘোর বরষায়/ ঘন মেঘ দূর আকাশে উড়ে উড়ে যায়/ মনেরও ভোমরা বনে গুন গুন গায়/ সন্ধ্যা নামিলো শ্যাম তোমারও আশায়...’।
এই গানের ভিডিওতে ‘শ্যাম’ চরিত্রে হাজির হয়েছেন রাফাহ নানজিবা তোরসা (২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ )। তার সঙ্গে ভিডিওতে অভিনয় করেছেন খালিদ মাহমুদ সাদ। এই গানচিত্র নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে তুহিন বলেছেন, ‘যেকোনও শিল্পকর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাই আনন্দের। আমি অনেক দিন ধরেই গান প্রকাশ করবো কি করবো না, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে প্রকাশ করতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রকাশনা অনুষ্ঠানে এত মানুষ এসেছেন, উৎসাহ দিয়েছেন, সবার ভালোবাসায় আমি আপ্লুত। এছাড়া গানটি প্রকাশের পর থেকে প্রচুর মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি।’
নানজিবা তোরসা বললেন, “মিস ওয়ার্ল্ড হওয়ার আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। তারপর অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু করিনি। ‘সন্ধ্যা নামিলো শ্যাম’ গানের নির্মাণ পরিকল্পনা, গান সব কিছু বেশ ভালো লাগে; তাই আগ্রহ নিয়ে কাজটি করেছি। গানটি প্রকাশের পর সবাই বেশ প্রশংসা করছেন।” তুহিন কান্তি দাস জানান, তার এই অ্যালবামে আরও তিনটি গান রয়েছে। সেগুলোর শিরোনাম ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’। ১৫ দিন পরপর গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করবেন তিনি।
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
এবার নিজের একক অ্যালবাম নিয়ে আসছেন তুহিন। যার নাম ‘সন্ধ্যা নামিলো শ্যাম’। অ্যালবামের প্রথম ও টাইটেল গান সম্প্রতি প্রকাশ হয়েছে । গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সংগীতানুষ্ঠানের মাধ্যমে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই শ্রোতাদের ভালোবাসা মিলছে। সংগীতাঙ্গনের অনেকেও মুগ্ধতা প্রকাশ করছেন এটি শুনে।
গানের কথা ও সুর সাজিয়েছেন তুহিন নিজেই। তার অন্যান্য গানের মতো এই গানেও প্রকৃতি আর প্রেমের অনিন্দ্য সমন্বয় রয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সোহান আলী। গানের শুরুটা এরকম ‘মনেরও ময়ূর নাচে, ঘোর বরষায়/ ঘন মেঘ দূর আকাশে উড়ে উড়ে যায়/ মনেরও ভোমরা বনে গুন গুন গায়/ সন্ধ্যা নামিলো শ্যাম তোমারও আশায়...’।
এই গানের ভিডিওতে ‘শ্যাম’ চরিত্রে হাজির হয়েছেন রাফাহ নানজিবা তোরসা (২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ )। তার সঙ্গে ভিডিওতে অভিনয় করেছেন খালিদ মাহমুদ সাদ। এই গানচিত্র নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে তুহিন বলেছেন, ‘যেকোনও শিল্পকর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাই আনন্দের। আমি অনেক দিন ধরেই গান প্রকাশ করবো কি করবো না, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে প্রকাশ করতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রকাশনা অনুষ্ঠানে এত মানুষ এসেছেন, উৎসাহ দিয়েছেন, সবার ভালোবাসায় আমি আপ্লুত। এছাড়া গানটি প্রকাশের পর থেকে প্রচুর মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি।’
নানজিবা তোরসা বললেন, “মিস ওয়ার্ল্ড হওয়ার আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। তারপর অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু করিনি। ‘সন্ধ্যা নামিলো শ্যাম’ গানের নির্মাণ পরিকল্পনা, গান সব কিছু বেশ ভালো লাগে; তাই আগ্রহ নিয়ে কাজটি করেছি। গানটি প্রকাশের পর সবাই বেশ প্রশংসা করছেন।” তুহিন কান্তি দাস জানান, তার এই অ্যালবামে আরও তিনটি গান রয়েছে। সেগুলোর শিরোনাম ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’। ১৫ দিন পরপর গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করবেন তিনি।