এবার শিলা জানালেন তিনি ওয়েবসিরিজ এবং ওয়েব ফিল্মে কাজ শুরু করতে যাচ্ছেন চলতি মাসেই।
চলতি মাসের মাঝামাঝিতে শিরীন শিলা অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাড গার্লস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। অনুরূপ আইচের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে সেলিম রেজার পরিচালনায় ওয়েবসিরিজটি তৈরি হবে।
এদিকে এরইমধ্যে তানিম আহমেদের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’-এও কাজ শুরু করতে যাচ্ছেন শিলা। শিরীন শিলা বলেন, ‘এর আগেও আমি ওয়েবের জন্য কাজ করেছিলাম। কিন্তু তা এখনো প্রকাশ্যে আসেনি। অনুরূপ আইচ দাদার লেখা গান ও গল্পের প্রতি আমার ভালো লাগা আছে। কাজটি যেন ভালোভাবে হয় সেই প্রত্যাশাই থাকবে পরিচালকের কাছে।
আর স্বয়ম্বর-মূলত একটি ওয়েব ফিল্ম। গল্পটা আপাতত শেয়ার করতে চাই না। ওয়েব ফিল্মটি নিয়েও আমার প্রত্যাশা ভীষণ।’ এদিকে সিনেমার বাইরে শিরীন শিলা গতবছর ‘সদরঘাট’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
এবার শিলা জানালেন তিনি ওয়েবসিরিজ এবং ওয়েব ফিল্মে কাজ শুরু করতে যাচ্ছেন চলতি মাসেই।
চলতি মাসের মাঝামাঝিতে শিরীন শিলা অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাড গার্লস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। অনুরূপ আইচের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে সেলিম রেজার পরিচালনায় ওয়েবসিরিজটি তৈরি হবে।
এদিকে এরইমধ্যে তানিম আহমেদের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’-এও কাজ শুরু করতে যাচ্ছেন শিলা। শিরীন শিলা বলেন, ‘এর আগেও আমি ওয়েবের জন্য কাজ করেছিলাম। কিন্তু তা এখনো প্রকাশ্যে আসেনি। অনুরূপ আইচ দাদার লেখা গান ও গল্পের প্রতি আমার ভালো লাগা আছে। কাজটি যেন ভালোভাবে হয় সেই প্রত্যাশাই থাকবে পরিচালকের কাছে।
আর স্বয়ম্বর-মূলত একটি ওয়েব ফিল্ম। গল্পটা আপাতত শেয়ার করতে চাই না। ওয়েব ফিল্মটি নিয়েও আমার প্রত্যাশা ভীষণ।’ এদিকে সিনেমার বাইরে শিরীন শিলা গতবছর ‘সদরঘাট’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।