‘সুখের মুহূর্ত’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথি। গতকাল সন্ধায় সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন আশিক বন্ধু। অবন্তী সিঁথি নতুন গান নিয়ে বলেন, ‘গানটা একদম এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো বেশ সুন্দর মেলোডি কথা সুরের গান। গেয়ে শান্তি পেলাম।
আশিক বন্ধুর লেখা এই গানটা দর্শকরা বেশ শুনবে, অনেক সাড়া পড়বে আশা করছি।’ জানা গেছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ হবে। স্টুডিও ভার্সন এবং মিউজিক্যাল ফিল্ম কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ হবে।
রোববার, ১২ মে ২০২৪
‘সুখের মুহূর্ত’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথি। গতকাল সন্ধায় সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন আশিক বন্ধু। অবন্তী সিঁথি নতুন গান নিয়ে বলেন, ‘গানটা একদম এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো বেশ সুন্দর মেলোডি কথা সুরের গান। গেয়ে শান্তি পেলাম।
আশিক বন্ধুর লেখা এই গানটা দর্শকরা বেশ শুনবে, অনেক সাড়া পড়বে আশা করছি।’ জানা গেছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ হবে। স্টুডিও ভার্সন এবং মিউজিক্যাল ফিল্ম কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ হবে।