মায়ের সুরে মেয়ের কণ্ঠে নতুন গান নিয়ে এলো টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশান। ১২ মে মা দিবসের সন্ধ্যায় গানটি প্রকাশ করে সংগীতের এ নতুন প্ল্যাটফর্ম। ‘মায়ের আঁচল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের শিল্পী ইন্নিমা রোশনী। পাভেল আরিনের সংগীত পরিচালনায় এ গানটিতে সুর দিয়েছেন তার মা জনপ্রিয় সংগীতশিল্পী আলেয়া বেগম। গানের কথা লিখেছেন মোয়াজ্জেম হোসেন।
শিল্পী পরিবারে জন্ম নেয়া ইন্নিমা রোশনী বাউল আবুল সরকারের মেয়ে। মামার লেখা গানটি মায়ের মুখে ছোটবেলা থেকেই শুনে আসছেন। গানটি বড় ভাইও কণ্ঠে তুলে নিয়েছিলেন। সবাই ভুলে গেলেও গানটি মনে মনে গুনগুন করতেন রোশনী। গান কাভার করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করলে একসময় মায়ের কাছে এ গানটিও আবদার করে বসেন মেয়ে। তার কণ্ঠে এ গানটি শুনে মুগ্ধ হন সংগীত পরিচালক পাভেল আরিন। তার স্টুডিওতে আমন্ত্রণ পান ইন্নিমা। গানটিও স্থান পায় লিভিং রুম সেশানে।
সংগীত জীবনের শুরুতেই মিউজিকের এতবড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গানটি শুনে আমার বাবা কেঁদেছেন। মাও দারুণ খুশি। এত সুন্দর ও সিম্পল মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ গানটি তৈরি করেছেন পাভেল ভাই যাতে গানটা আরও শ্রুতিমধুর হয়ে গেছে। আমি সত্যিই খুশি মা দিবসে মাকে এমন একটা উপহার দিতে পেরে। লিভিং রুম সেশানের প্রতিও আমার কৃতজ্ঞতা।’ টাইম জোন নিবেদিত ‘লিভিং রুম সেশান’-এর সিজন ওয়ানে নিয়মিত গান প্রকাশিত হচ্ছে এর ইউটিউব চ্যানেলে।ংং
বুধবার, ১৫ মে ২০২৪
মায়ের সুরে মেয়ের কণ্ঠে নতুন গান নিয়ে এলো টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশান। ১২ মে মা দিবসের সন্ধ্যায় গানটি প্রকাশ করে সংগীতের এ নতুন প্ল্যাটফর্ম। ‘মায়ের আঁচল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের শিল্পী ইন্নিমা রোশনী। পাভেল আরিনের সংগীত পরিচালনায় এ গানটিতে সুর দিয়েছেন তার মা জনপ্রিয় সংগীতশিল্পী আলেয়া বেগম। গানের কথা লিখেছেন মোয়াজ্জেম হোসেন।
শিল্পী পরিবারে জন্ম নেয়া ইন্নিমা রোশনী বাউল আবুল সরকারের মেয়ে। মামার লেখা গানটি মায়ের মুখে ছোটবেলা থেকেই শুনে আসছেন। গানটি বড় ভাইও কণ্ঠে তুলে নিয়েছিলেন। সবাই ভুলে গেলেও গানটি মনে মনে গুনগুন করতেন রোশনী। গান কাভার করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করলে একসময় মায়ের কাছে এ গানটিও আবদার করে বসেন মেয়ে। তার কণ্ঠে এ গানটি শুনে মুগ্ধ হন সংগীত পরিচালক পাভেল আরিন। তার স্টুডিওতে আমন্ত্রণ পান ইন্নিমা। গানটিও স্থান পায় লিভিং রুম সেশানে।
সংগীত জীবনের শুরুতেই মিউজিকের এতবড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গানটি শুনে আমার বাবা কেঁদেছেন। মাও দারুণ খুশি। এত সুন্দর ও সিম্পল মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ গানটি তৈরি করেছেন পাভেল ভাই যাতে গানটা আরও শ্রুতিমধুর হয়ে গেছে। আমি সত্যিই খুশি মা দিবসে মাকে এমন একটা উপহার দিতে পেরে। লিভিং রুম সেশানের প্রতিও আমার কৃতজ্ঞতা।’ টাইম জোন নিবেদিত ‘লিভিং রুম সেশান’-এর সিজন ওয়ানে নিয়মিত গান প্রকাশিত হচ্ছে এর ইউটিউব চ্যানেলে।ংং