গেল ১৭ মে ‘ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ’ এর আয়োজনে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ সভা। কর্মশালার বিষয় : ক্যাম্পাসভিত্তিক শিল্প-সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তা। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকলকে প্রাণিত করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে তিনি বলেন যে, সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে আমরা সবাই মিলে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। দিনব্যাপী এ আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নাসির উদ্দিন কচি, ড. মাহফুজা হিলালী, আল জাবির। কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক খান সাজ্জাদ তুহিন ও কর্মশালা সম্পাদক রতন মজুমদার। উক্ত আয়োজনে বাংলাদেশের প্রায় পঞ্চাশটি কলেজ ও বিশ^বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে ক্যাম্পাস থিয়েটার, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী কর্মশালাকে থিয়েটার প্রশিক্ষকদের মিলনমেলা নামে অভিহিত করেন। শেষ পর্যায়ে ক্যাম্পাস থিয়েটার, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম বাংলাদেশের সব ক্যাম্পাস তথা শিক্ষাঙ্গনে তারুণ্যের জয়গানে শিক্ষা, শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
সোমবার, ২০ মে ২০২৪
গেল ১৭ মে ‘ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ’ এর আয়োজনে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ সভা। কর্মশালার বিষয় : ক্যাম্পাসভিত্তিক শিল্প-সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তা। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকলকে প্রাণিত করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে তিনি বলেন যে, সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে আমরা সবাই মিলে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। দিনব্যাপী এ আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নাসির উদ্দিন কচি, ড. মাহফুজা হিলালী, আল জাবির। কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক খান সাজ্জাদ তুহিন ও কর্মশালা সম্পাদক রতন মজুমদার। উক্ত আয়োজনে বাংলাদেশের প্রায় পঞ্চাশটি কলেজ ও বিশ^বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে ক্যাম্পাস থিয়েটার, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী কর্মশালাকে থিয়েটার প্রশিক্ষকদের মিলনমেলা নামে অভিহিত করেন। শেষ পর্যায়ে ক্যাম্পাস থিয়েটার, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম বাংলাদেশের সব ক্যাম্পাস তথা শিক্ষাঙ্গনে তারুণ্যের জয়গানে শিক্ষা, শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।