দুই বছরেরও বেশি সময় পর আবারো লুৎফর হাসান ও অবন্তী সিঁথি নতুন একটি গানে কন্ঠ দিবেন। গানের শিরোনাম ‘তুমি রইলা দূরে’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন শান সায়েক। গানটি প্রসঙ্গে শান সায়েক বলেন,‘ লুৎফ ভাই ও অবন্তী সিঁথির কন্ঠের কেমন আছো বন্ধু তুমি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগার একটি গান। তারা দু’জনই নতুন করে তুমি রইলা দূরে গানটি গাইবেন। দুজনই গুনী শিল্পী। দুজনের গানের প্রতি দর্শকের ভালোলাগা ভালোবাসা রয়েছে। তার প্রমাণ মিলেছে কেমন আছো বন্ধু তুমিতে।
আমার বিশ্বাস এই গানও শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগার সৃষ্টি করবে। এই গানের সঙ্গীতায়োজক হিসেবে আশাবাদী। লুৎফর ভাই এবং অবন্তী সিঁথির জন্য শুভ কামনা রইলো।’ অবন্তী সিঁথি বলেন,‘ এরইমধ্যে এই গান যে গাইবো ঘোষনা দিয়েছি। তবে দু’একদিনের মধ্যে ভয়েজ দিবো। এই গানটিরও কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আমার বিশ^াস এই গানও দারুণ সাড়া ফেলবে। কারণ লুৎফর ভাইয়ের গানের কথা ও সুরের মাঝে একটা অন্যরকম ম্যাজিক আছে। যে ম্যাজিকে মুগ্ধ হন দর্শক শ্রোতা।’ গানটি লুৎফর হাসান’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
রোববার, ০৭ জুলাই ২০২৪
দুই বছরেরও বেশি সময় পর আবারো লুৎফর হাসান ও অবন্তী সিঁথি নতুন একটি গানে কন্ঠ দিবেন। গানের শিরোনাম ‘তুমি রইলা দূরে’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন শান সায়েক। গানটি প্রসঙ্গে শান সায়েক বলেন,‘ লুৎফ ভাই ও অবন্তী সিঁথির কন্ঠের কেমন আছো বন্ধু তুমি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগার একটি গান। তারা দু’জনই নতুন করে তুমি রইলা দূরে গানটি গাইবেন। দুজনই গুনী শিল্পী। দুজনের গানের প্রতি দর্শকের ভালোলাগা ভালোবাসা রয়েছে। তার প্রমাণ মিলেছে কেমন আছো বন্ধু তুমিতে।
আমার বিশ্বাস এই গানও শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগার সৃষ্টি করবে। এই গানের সঙ্গীতায়োজক হিসেবে আশাবাদী। লুৎফর ভাই এবং অবন্তী সিঁথির জন্য শুভ কামনা রইলো।’ অবন্তী সিঁথি বলেন,‘ এরইমধ্যে এই গান যে গাইবো ঘোষনা দিয়েছি। তবে দু’একদিনের মধ্যে ভয়েজ দিবো। এই গানটিরও কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আমার বিশ^াস এই গানও দারুণ সাড়া ফেলবে। কারণ লুৎফর ভাইয়ের গানের কথা ও সুরের মাঝে একটা অন্যরকম ম্যাজিক আছে। যে ম্যাজিকে মুগ্ধ হন দর্শক শ্রোতা।’ গানটি লুৎফর হাসান’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।