পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এখন ঢাকাতে অবস্থান করছেন। দুই বাংলাতেই তিনি জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। কিছুদিন তিনি বাংলাদেশে থাকবেন। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন নায়িমী জান্নাত ব্যাপ্তি
ঢাকায় আসা প্রসঙ্গে জানতে চাই..
কয়েক বছর আগে সর্বশেষ ঢাকায় এসেছিলাম। করোনা মহামারির জন্য মাঝের কিছু সময় আসা হয়নি। বাংলাদেশ আমার বরাবরই পছন্দের স্থান। এখানের সবাই খুব বন্ধুসুলভ এবং অতিথি পরায়ন যা আমাকে বার বার বাংলায় টেনে আনে। সবসময় বাংলাদেশের জন্য আলাদা ভালো লাগা, টান অনুভব করি। ছোটবেলায় আসতাম, সিনেমার কাজেও আসা হয়েছে বহুবার। এখন আবার অবসর সময় পেলাম তাই ঘুরতে চলে এলাম। সবসময়ের মতো এখনও খুব ভালো লাগছে এখানে এসে।
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার মতামত জানতে চাই..
বাংলাদেশের সিনেমাগুলো এখন মানসম্মত হচ্ছে। ভালো গল্পে মেধাবী ও পরিশ্রমি পরিচালকরা কাজ করছেন। অভিনেতারাও ভালো কাজ করছেন। আশা করা যায় ঢালিউড সামনে আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবে।
বাংলাদেশে এসে এবার কোথায় কোথায় গেলেন?
এবার আসার পর থেকে ঘুরে বেড়াচ্ছি শিল্পাঙ্গনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি ও বিভিন্ন শুটিং হাউসে ঘুরছি। বাংলাদেশে আসলে ঢাকাতেই বেশি সময় থাকা হয়, বেশি ঘুরা হয়। এছাড়া কক্সবাজার, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এই স্থানগুলো বেশ সুন্দর এবং মনমুগ্ধকর। সময় সুযোগ হলে সেখানে যাওয়ার ইচ্ছেও রয়েছে।
এপার বাংলায় কত দিন থাকবেন?
বেশ কিছুদিনের জন্য আছি। কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে ঘুরতেও হবে। সব কাজ শেষ করে ফিরব কলকাতায়। কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি না কত সময় লাগতে পারে। শিল্পকলায় শিল্পচর্চা দেখতে আসছি প্রতিদিন। পরশু প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মদিবস উপলক্ষে আরণ্যকের আয়োজনে একটি সেমিনারে উপস্থিত ছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার রুমে। সেমিনার শেষে আরণ্যক নাট্যদলের ‘ময়ূর সিংহাসন’ নাটকটি উপভোগ করলাম শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এখন ঢাকাতে অবস্থান করছেন। দুই বাংলাতেই তিনি জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। কিছুদিন তিনি বাংলাদেশে থাকবেন। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন নায়িমী জান্নাত ব্যাপ্তি
ঢাকায় আসা প্রসঙ্গে জানতে চাই..
কয়েক বছর আগে সর্বশেষ ঢাকায় এসেছিলাম। করোনা মহামারির জন্য মাঝের কিছু সময় আসা হয়নি। বাংলাদেশ আমার বরাবরই পছন্দের স্থান। এখানের সবাই খুব বন্ধুসুলভ এবং অতিথি পরায়ন যা আমাকে বার বার বাংলায় টেনে আনে। সবসময় বাংলাদেশের জন্য আলাদা ভালো লাগা, টান অনুভব করি। ছোটবেলায় আসতাম, সিনেমার কাজেও আসা হয়েছে বহুবার। এখন আবার অবসর সময় পেলাম তাই ঘুরতে চলে এলাম। সবসময়ের মতো এখনও খুব ভালো লাগছে এখানে এসে।
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার মতামত জানতে চাই..
বাংলাদেশের সিনেমাগুলো এখন মানসম্মত হচ্ছে। ভালো গল্পে মেধাবী ও পরিশ্রমি পরিচালকরা কাজ করছেন। অভিনেতারাও ভালো কাজ করছেন। আশা করা যায় ঢালিউড সামনে আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবে।
বাংলাদেশে এসে এবার কোথায় কোথায় গেলেন?
এবার আসার পর থেকে ঘুরে বেড়াচ্ছি শিল্পাঙ্গনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি ও বিভিন্ন শুটিং হাউসে ঘুরছি। বাংলাদেশে আসলে ঢাকাতেই বেশি সময় থাকা হয়, বেশি ঘুরা হয়। এছাড়া কক্সবাজার, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এই স্থানগুলো বেশ সুন্দর এবং মনমুগ্ধকর। সময় সুযোগ হলে সেখানে যাওয়ার ইচ্ছেও রয়েছে।
এপার বাংলায় কত দিন থাকবেন?
বেশ কিছুদিনের জন্য আছি। কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে ঘুরতেও হবে। সব কাজ শেষ করে ফিরব কলকাতায়। কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি না কত সময় লাগতে পারে। শিল্পকলায় শিল্পচর্চা দেখতে আসছি প্রতিদিন। পরশু প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মদিবস উপলক্ষে আরণ্যকের আয়োজনে একটি সেমিনারে উপস্থিত ছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার রুমে। সেমিনার শেষে আরণ্যক নাট্যদলের ‘ময়ূর সিংহাসন’ নাটকটি উপভোগ করলাম শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।