উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রায় গোটা বিশ্বে। গেয়েছেন বাংলা গানও। সরাসরি গান শুনিয়ে বেশ কয়কবার মাতিয়েছেন ঢাকার মঞ্চ।
ফের ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন এই গুণী। আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। জানা গেছে, বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে হচ্ছে এই কনসার্ট।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, শীঘ্রই প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজে টিকেট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।
এদিকে, ফেইসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’
পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে একটি ইভেন্ট লিংকও। যারা রাহাতের গান সরাসরি উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন।
এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।
রোববার, ১৪ জুলাই ২০২৪
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রায় গোটা বিশ্বে। গেয়েছেন বাংলা গানও। সরাসরি গান শুনিয়ে বেশ কয়কবার মাতিয়েছেন ঢাকার মঞ্চ।
ফের ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন এই গুণী। আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। জানা গেছে, বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে হচ্ছে এই কনসার্ট।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, শীঘ্রই প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজে টিকেট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।
এদিকে, ফেইসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’
পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে একটি ইভেন্ট লিংকও। যারা রাহাতের গান সরাসরি উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন।
এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।