অনন্যা
চ্যানেল আই আয়োজিত ক্ষুদে গান রাজের মাধ্যমে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু হয় অনন্যা আচার্য্য’র। এবার অনন্যা উপস্থাপক হিসেবে দর্শকের সামনে এলেন। দীপ্ত টিভির ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।
এরইমধ্যে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যাণ্ড্রু কিশোরকে নিয়ে আয়োজিত বিশেষ পর্বের উপস্থাপনা করেছেন অনন্যা। তার নিমন্ত্রণে এই পর্বে সংগীত পরিবেশন করেন মোমিন বিশ্বাস। পর্বটি উপস্থাপনা করার পর বেশ প্রশংসিত হন বলে জানান তিনি। অনন্যা বলেন, ‘দীপ্ত থেকে যখন উপস্থাপনার প্রস্তাব দেয়া হলো তখন একটু ভেবে তারপর উপস্থাপনা করতে সম্মতি দেই। যেহেতু গানকে ঘিরে এই আয়োজন, তাই অনুষ্ঠানটির উপস্থাপনা করি। গান সম্পর্কে বিষধ যে জানি এমনটি নয়, তবে অ্যাণ্ড্রু কিশোর স্যারকে নিয়ে যেহেতু এই আয়োজন ছিল, বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে উপস্থাপনা করেছি।
অনেকেই অনুষ্ঠান প্রচারের পর আমাকে অনুপ্রাণিত করেছেন। ধন্যবাদ দীপ্ত টিভিকে।’ এদিকে এরইমধ্যে চ্যানেল টোয়েন্টি ফোরে একটি অনুষ্ঠানে রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেছেন অনন্যা। তার কণ্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘পরের কেমনে হও’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। অনন্যা লুৎফর হাসানের সঙ্গেই এই গানটি গেয়েছেন।
অনন্যা
রোববার, ২৫ আগস্ট ২০২৪
চ্যানেল আই আয়োজিত ক্ষুদে গান রাজের মাধ্যমে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু হয় অনন্যা আচার্য্য’র। এবার অনন্যা উপস্থাপক হিসেবে দর্শকের সামনে এলেন। দীপ্ত টিভির ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।
এরইমধ্যে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যাণ্ড্রু কিশোরকে নিয়ে আয়োজিত বিশেষ পর্বের উপস্থাপনা করেছেন অনন্যা। তার নিমন্ত্রণে এই পর্বে সংগীত পরিবেশন করেন মোমিন বিশ্বাস। পর্বটি উপস্থাপনা করার পর বেশ প্রশংসিত হন বলে জানান তিনি। অনন্যা বলেন, ‘দীপ্ত থেকে যখন উপস্থাপনার প্রস্তাব দেয়া হলো তখন একটু ভেবে তারপর উপস্থাপনা করতে সম্মতি দেই। যেহেতু গানকে ঘিরে এই আয়োজন, তাই অনুষ্ঠানটির উপস্থাপনা করি। গান সম্পর্কে বিষধ যে জানি এমনটি নয়, তবে অ্যাণ্ড্রু কিশোর স্যারকে নিয়ে যেহেতু এই আয়োজন ছিল, বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে উপস্থাপনা করেছি।
অনেকেই অনুষ্ঠান প্রচারের পর আমাকে অনুপ্রাণিত করেছেন। ধন্যবাদ দীপ্ত টিভিকে।’ এদিকে এরইমধ্যে চ্যানেল টোয়েন্টি ফোরে একটি অনুষ্ঠানে রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেছেন অনন্যা। তার কণ্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘পরের কেমনে হও’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। অনন্যা লুৎফর হাসানের সঙ্গেই এই গানটি গেয়েছেন।