বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এই প্রজন্মের কণ্ঠশিল্পী ও মিউজিক ভিডিও নির্মাতা স্বাধীন বাবু দ্বিতীয়বারের মতো গাইলেন। ‘ফিরে এসো তসলিমা নাসরিন’ শিরোনামের গানটির কথা সুর ও মিউজিক ভিডিও নির্মাণ ও করেছেন স্বাধীন বাবু নিজেই। গান গাওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন তিনি এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মুখ সুরভী আক্তার মালা। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক, গানটি প্রকাশ পাবে ২৫ আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনে। স্বাধীন বাবুর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রকাশিত হবে গানটি।
তসলিমা নাসরিন গানটিকে নিয়ে মন্তব্য করে উনার আইডিতে পোস্ট দেনÑ ‘আমাকে নিয়ে গান গেয়েছেন বলে বলছি না, আসলেই নারীবিদ্বেষী মৌলবাদী মানুষের ভিড়ে স্বাধীন বাবু এক উজ্জ্বল ব্যতিক্রম। তিনি সৎ, সচেতন, সাহসী তরুণ। তিনি প্রতিভাবান, বিবেকবান, হৃদয়বান একজন মানুষ। তাঁর সাফল্য কামনা করি।’
গানটি সম্পর্কে স্বাধীন বাবু বলেন, ‘তুমি হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ শিরোনামেও গত জন্মদিনে তাকে একটি গান উপহার দিয়েছি। গানটি তসলিমা নাসরিনের ফেসবুক আইডি থেকে প্রকাশ পেয়েছিল। গানটি দর্শক হৃদয়ে সাড়া ফেলেছিল।
এবারের জন্মদিনে ও উপহার দিচ্ছি ‘ফিরে এসো তসলিমা নাসরিন’ গানটি। প্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে ছোটবেলা থেকেই চিনি, বড় বোন সুমি আফরোজের মাধ্যমে। তসলিমা নাসরিনের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে পড়েই আমার বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে। মনে মনে ভেবেছি উনার নির্বাসিত হওয়ার প্রতিবাদ করব, তাতে অনেকের অনেক নেগেটিভ কথা শুনেছি, তবুও থেমে থাকিনি। আমি মনে করি আমার ‘হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ গানটিতে দিদির নির্বাসিত হওয়ার কিছুটা হলেও প্রতিবাদ করতে পেরেছিলাম। এবারের গানটিতে তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানালাম এবং এটাও একধরনের প্রতিবাদ স্বরূপই ধরা যায়।’
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এই প্রজন্মের কণ্ঠশিল্পী ও মিউজিক ভিডিও নির্মাতা স্বাধীন বাবু দ্বিতীয়বারের মতো গাইলেন। ‘ফিরে এসো তসলিমা নাসরিন’ শিরোনামের গানটির কথা সুর ও মিউজিক ভিডিও নির্মাণ ও করেছেন স্বাধীন বাবু নিজেই। গান গাওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন তিনি এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মুখ সুরভী আক্তার মালা। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক, গানটি প্রকাশ পাবে ২৫ আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনে। স্বাধীন বাবুর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রকাশিত হবে গানটি।
তসলিমা নাসরিন গানটিকে নিয়ে মন্তব্য করে উনার আইডিতে পোস্ট দেনÑ ‘আমাকে নিয়ে গান গেয়েছেন বলে বলছি না, আসলেই নারীবিদ্বেষী মৌলবাদী মানুষের ভিড়ে স্বাধীন বাবু এক উজ্জ্বল ব্যতিক্রম। তিনি সৎ, সচেতন, সাহসী তরুণ। তিনি প্রতিভাবান, বিবেকবান, হৃদয়বান একজন মানুষ। তাঁর সাফল্য কামনা করি।’
গানটি সম্পর্কে স্বাধীন বাবু বলেন, ‘তুমি হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ শিরোনামেও গত জন্মদিনে তাকে একটি গান উপহার দিয়েছি। গানটি তসলিমা নাসরিনের ফেসবুক আইডি থেকে প্রকাশ পেয়েছিল। গানটি দর্শক হৃদয়ে সাড়া ফেলেছিল।
এবারের জন্মদিনে ও উপহার দিচ্ছি ‘ফিরে এসো তসলিমা নাসরিন’ গানটি। প্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে ছোটবেলা থেকেই চিনি, বড় বোন সুমি আফরোজের মাধ্যমে। তসলিমা নাসরিনের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে পড়েই আমার বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে। মনে মনে ভেবেছি উনার নির্বাসিত হওয়ার প্রতিবাদ করব, তাতে অনেকের অনেক নেগেটিভ কথা শুনেছি, তবুও থেমে থাকিনি। আমি মনে করি আমার ‘হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ গানটিতে দিদির নির্বাসিত হওয়ার কিছুটা হলেও প্রতিবাদ করতে পেরেছিলাম। এবারের গানটিতে তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানালাম এবং এটাও একধরনের প্রতিবাদ স্বরূপই ধরা যায়।’