প্রথমবার পরিবার ছাড়া জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। আজ তার জন্মদিন। এবার তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মদিনের সময়টা কাঁটাতে হবে।
মন্দিরা বলেন, ‘পৃথিবীর যেখানেই থাকিনা কেন জন্মদিনের সময়টাতে পরিবারের সাথে না থাকতে পারলে সেটাকে আসলে আনন্দ বলেনা, সুখ বলেনা। বাহ্যিক দৃষ্টিতে অনেকেই হয়তো ভাবতে পারেন যে নিউইয়র্কে আছি, ভালোই কাঁটবে জন্মদিন। কিন্তু আমি জানি আমার ভেতর কতোা খারাপ লাগছে, কষ্ট অনুভব হচ্ছে। আমার মা-বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আমারতো ভালো লাগছে না। তারপরও সবার কাছে আশীর্বাদ চাই যেন জন্মদিনের সময়টা ভালো কাটে। আর আমার বাবা মায়ের জন্যও সবাই প্রার্থনা করবেন।’
এদিকে প্রথম সিনেমাতে অভিনয় করে এরই মধ্যে দেশের বাইরে থেকে অর্থাৎ আমেরিকা থেকে পরপর দুটি পুরস্কার মন্দিরা চক্রবর্ত্তীর হাতে উঠে এসেছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্ত্তী। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও। কিছুদিন আগে ‘কাজলরেখা’ প্রদর্শিত হয়েছে আমেরিকায়।
এদিকে ‘নীলচক্র’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছেনা। চুড়ান্তও হয়নি ঠিক কবে নাগাদ মুক্তি পাবে সিনেমাটি।
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
প্রথমবার পরিবার ছাড়া জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। আজ তার জন্মদিন। এবার তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মদিনের সময়টা কাঁটাতে হবে।
মন্দিরা বলেন, ‘পৃথিবীর যেখানেই থাকিনা কেন জন্মদিনের সময়টাতে পরিবারের সাথে না থাকতে পারলে সেটাকে আসলে আনন্দ বলেনা, সুখ বলেনা। বাহ্যিক দৃষ্টিতে অনেকেই হয়তো ভাবতে পারেন যে নিউইয়র্কে আছি, ভালোই কাঁটবে জন্মদিন। কিন্তু আমি জানি আমার ভেতর কতোা খারাপ লাগছে, কষ্ট অনুভব হচ্ছে। আমার মা-বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আমারতো ভালো লাগছে না। তারপরও সবার কাছে আশীর্বাদ চাই যেন জন্মদিনের সময়টা ভালো কাটে। আর আমার বাবা মায়ের জন্যও সবাই প্রার্থনা করবেন।’
এদিকে প্রথম সিনেমাতে অভিনয় করে এরই মধ্যে দেশের বাইরে থেকে অর্থাৎ আমেরিকা থেকে পরপর দুটি পুরস্কার মন্দিরা চক্রবর্ত্তীর হাতে উঠে এসেছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্ত্তী। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও। কিছুদিন আগে ‘কাজলরেখা’ প্রদর্শিত হয়েছে আমেরিকায়।
এদিকে ‘নীলচক্র’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছেনা। চুড়ান্তও হয়নি ঠিক কবে নাগাদ মুক্তি পাবে সিনেমাটি।