একাধারে একজন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। বর্তমানে নাদিয়া অভিনীত দু’টি ধারাবাহিক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক দু’টি হচ্ছে কায়সার আহমেদের ‘গোলমাল’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কতোদিনে’।
এরইমধ্যে প্রচার শেষ হলো কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’।
এদিকে আজ নাদিয়া আহমেদ’র জন্মদিন। জন্মদিনে সাধারনত তিনি পরিবারের সাথেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারনত নাঈমই দিনটিতে নানানভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বন্যা দুর্গত এলাকার মানুষদের নিয়ে এখনো সবাই উদ্বিগ্ন।
নাদিয়া আহমেদ বলেন, ‘দোয়া করি আমাদের দেশে দ্রুত সবকিছু স্বাভাবিক হোক। দেশের মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক। সবাই যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও সবাই সবার পাশে থাকবো। আর জন্মদিনে কিছুই চাওয়ার নেই, শুধু সবার দোয়া চাই।’ এদিকে নাদিয়া আহমেদ অভিনীত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক ছিলো সকাল আহমেদ পরিচালিত ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকের প্রচার।
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
একাধারে একজন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। বর্তমানে নাদিয়া অভিনীত দু’টি ধারাবাহিক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক দু’টি হচ্ছে কায়সার আহমেদের ‘গোলমাল’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কতোদিনে’।
এরইমধ্যে প্রচার শেষ হলো কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’।
এদিকে আজ নাদিয়া আহমেদ’র জন্মদিন। জন্মদিনে সাধারনত তিনি পরিবারের সাথেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারনত নাঈমই দিনটিতে নানানভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বন্যা দুর্গত এলাকার মানুষদের নিয়ে এখনো সবাই উদ্বিগ্ন।
নাদিয়া আহমেদ বলেন, ‘দোয়া করি আমাদের দেশে দ্রুত সবকিছু স্বাভাবিক হোক। দেশের মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক। সবাই যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও সবাই সবার পাশে থাকবো। আর জন্মদিনে কিছুই চাওয়ার নেই, শুধু সবার দোয়া চাই।’ এদিকে নাদিয়া আহমেদ অভিনীত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক ছিলো সকাল আহমেদ পরিচালিত ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকের প্রচার।