আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে সংগীতশিল্পী রুনা লায়লা মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর করা ‘যখন থামবে কোলাহল’ গানটি গেয়েছিলেন। রুনা লায়লার পরবর্তী জেনারেশন অনেকেই এই গান স্টেজ শোতে, টিভি শোতে গেয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন সময় বিভিন্ন রিয়েলিটি শোতেও নতুন শিল্পীরা রুনা লায়লার এই গান গেয়েছেন। এই প্রজন্মের সংগীতশিল্পী লুইপা এই গানটি কাভার করেছেন।
রুনা লায়লাকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েই তিনি এই গানটি কাভার করেছেন। গানটি ‘লুইপা অফিসিয়াল’-এ প্রকাশের পর লুইপাও এই গানটি গাইবার জন্য বেশ ভালো সাড়া পান বলে জানান। লুইপা বলেন, ‘যখন সর্বোচ্চ শ্রদ্ধার কোনো শিল্পীর গান গাইতে যাই তখন আসলে মনের ভেতরে প্রচণ্ড ভয় কাজ করে, না জানি কোনো ভুল হয়ে যায়। আর যখন আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান হয়, তখন বুকের ভেতর কাঁপনটা অনেক বেশি থাকে।
তারপরও শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় আয়োজন তার গান কাভার করে গাওয়া, চেষ্টা করেছিলাম। ভুল-ত্রুটি হলে যেন তিনি ক্ষমা করে দেন আমি, আমরা ছোট যারা, যারা নিয়মিত এই চেষ্টাটুকু করি। তাদেরতো আসলে আমাদের দেয়ার কিছু নেই। আছে শুধু এভাবেই ভালোবাসা দেয়ার, শ্রদ্ধা জানানোর।’
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে সংগীতশিল্পী রুনা লায়লা মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর করা ‘যখন থামবে কোলাহল’ গানটি গেয়েছিলেন। রুনা লায়লার পরবর্তী জেনারেশন অনেকেই এই গান স্টেজ শোতে, টিভি শোতে গেয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন সময় বিভিন্ন রিয়েলিটি শোতেও নতুন শিল্পীরা রুনা লায়লার এই গান গেয়েছেন। এই প্রজন্মের সংগীতশিল্পী লুইপা এই গানটি কাভার করেছেন।
রুনা লায়লাকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েই তিনি এই গানটি কাভার করেছেন। গানটি ‘লুইপা অফিসিয়াল’-এ প্রকাশের পর লুইপাও এই গানটি গাইবার জন্য বেশ ভালো সাড়া পান বলে জানান। লুইপা বলেন, ‘যখন সর্বোচ্চ শ্রদ্ধার কোনো শিল্পীর গান গাইতে যাই তখন আসলে মনের ভেতরে প্রচণ্ড ভয় কাজ করে, না জানি কোনো ভুল হয়ে যায়। আর যখন আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান হয়, তখন বুকের ভেতর কাঁপনটা অনেক বেশি থাকে।
তারপরও শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় আয়োজন তার গান কাভার করে গাওয়া, চেষ্টা করেছিলাম। ভুল-ত্রুটি হলে যেন তিনি ক্ষমা করে দেন আমি, আমরা ছোট যারা, যারা নিয়মিত এই চেষ্টাটুকু করি। তাদেরতো আসলে আমাদের দেয়ার কিছু নেই। আছে শুধু এভাবেই ভালোবাসা দেয়ার, শ্রদ্ধা জানানোর।’