টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি দেখানো হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রিতে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হবে ছবিটি। সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন এটি।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। উৎসবে মেহজাবীন, মোস্তফা মন্ওয়ার ও মাকসুদ হোসেনের অংশ নেয়ার কথা রয়েছে। ২০২২ সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ছবিটি। টরন্টোর স্কটিয়াব্যাংকে গত ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর আগেই সাংবাদিকদের জন্য ছিল একটি প্রদর্শনী। একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এই সিনেমার আরও দুটি টিকেট প্রদর্শনী হয়েছে। সবকটিতে অংশ নিয়েছেন মেহজাবীন, ছবিটির অভিনেতা মোস্তফা মনওয়ার ও পরিচালক মাকসুদ হোসেন।
‘সাবা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহপ্রযোজক তিনি। ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যরে গল্পটিতে দেখা যায়, ২৫ বছর বয়সি সাবা ঢাকায় মাকে নিয়ে থাকে। তার মা শিরিন একটি দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েন। সংসারের হাল ধরতে চাকরি করে সাবা। এদিকে শিরিন হার্ট অ্যাটাক করলে তার চিকিৎসার ব্যয় মেটানো সাবার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। মায়ের অস্ত্রোপচারের জন্য টাকা কীভাবে জোগাড় করবে সেসব ভেবে দিশাহারা হয়ে যায় সাবা। এর মধ্যে মেয়েটির জীবনে আশার আলো হয়ে আসে অঙ্কুর।
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি দেখানো হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রিতে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হবে ছবিটি। সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন এটি।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। উৎসবে মেহজাবীন, মোস্তফা মন্ওয়ার ও মাকসুদ হোসেনের অংশ নেয়ার কথা রয়েছে। ২০২২ সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ছবিটি। টরন্টোর স্কটিয়াব্যাংকে গত ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর আগেই সাংবাদিকদের জন্য ছিল একটি প্রদর্শনী। একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এই সিনেমার আরও দুটি টিকেট প্রদর্শনী হয়েছে। সবকটিতে অংশ নিয়েছেন মেহজাবীন, ছবিটির অভিনেতা মোস্তফা মনওয়ার ও পরিচালক মাকসুদ হোসেন।
‘সাবা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহপ্রযোজক তিনি। ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যরে গল্পটিতে দেখা যায়, ২৫ বছর বয়সি সাবা ঢাকায় মাকে নিয়ে থাকে। তার মা শিরিন একটি দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েন। সংসারের হাল ধরতে চাকরি করে সাবা। এদিকে শিরিন হার্ট অ্যাটাক করলে তার চিকিৎসার ব্যয় মেটানো সাবার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। মায়ের অস্ত্রোপচারের জন্য টাকা কীভাবে জোগাড় করবে সেসব ভেবে দিশাহারা হয়ে যায় সাবা। এর মধ্যে মেয়েটির জীবনে আশার আলো হয়ে আসে অঙ্কুর।