বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক মামুনুর রশীদ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকটি রচনা করেছেন তিনি নিজেই। এরই মধ্যে নাটকটির ত্রিশ পর্ব নির্মাণের কাজ সম্পন্ন করেছেন বলে তিনি জানান। মামুনুর রশীদ বলেন, ‘চরণ ছুঁয়ে যাই মূলত একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করেই নাটকের গল্প। এতে আমি স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করেছি। এরই মধ্যে নাটকটির ত্রিশ পর্ব নির্মাণকাজ শেষ করেছি।
এটি ৫২ পর্ব পর্যন্ত নির্মাণ করব আমি। এরপর চ্যানেল আইতে জমা দিব। নাটকটি চ্যানেল আইতে প্রচারের জন্যই নির্মিত হয়েছে। আর এরমধ্যে আরও একটি ধারাবাহিক নাটকে আমি অভিনয় করছি। নাটকটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। বাবুর পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। বাবু অত্যন্ত ভদ্র ও ঠাণ্ডা মাথার একজন পরিচালক। আমার তার নির্দেশনায় তার ইউনিটে কাজ করতে খুব ভালো লাগে।’
সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘ঘরের শত্রু বিভীষণ’ নাটকে গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। ১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেই সময় কমেডি নাটকও তিনি লিখতেন।
নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালোবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল।
১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘কীর্তনখোলা’, ‘আঁধিয়ার’, ‘মনপুরা’, ‘প্রিয়তমেষু’, ‘মৃত্তিকামায়া’, ‘রূপকথার গল্প’, ‘নদীজন’, ‘মায়াবতী’, ‘দেশান্তর’, ‘আলতাবাণু’ ইত্যাদি।
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক মামুনুর রশীদ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকটি রচনা করেছেন তিনি নিজেই। এরই মধ্যে নাটকটির ত্রিশ পর্ব নির্মাণের কাজ সম্পন্ন করেছেন বলে তিনি জানান। মামুনুর রশীদ বলেন, ‘চরণ ছুঁয়ে যাই মূলত একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করেই নাটকের গল্প। এতে আমি স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করেছি। এরই মধ্যে নাটকটির ত্রিশ পর্ব নির্মাণকাজ শেষ করেছি।
এটি ৫২ পর্ব পর্যন্ত নির্মাণ করব আমি। এরপর চ্যানেল আইতে জমা দিব। নাটকটি চ্যানেল আইতে প্রচারের জন্যই নির্মিত হয়েছে। আর এরমধ্যে আরও একটি ধারাবাহিক নাটকে আমি অভিনয় করছি। নাটকটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। বাবুর পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। বাবু অত্যন্ত ভদ্র ও ঠাণ্ডা মাথার একজন পরিচালক। আমার তার নির্দেশনায় তার ইউনিটে কাজ করতে খুব ভালো লাগে।’
সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘ঘরের শত্রু বিভীষণ’ নাটকে গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। ১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেই সময় কমেডি নাটকও তিনি লিখতেন।
নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালোবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল।
১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘কীর্তনখোলা’, ‘আঁধিয়ার’, ‘মনপুরা’, ‘প্রিয়তমেষু’, ‘মৃত্তিকামায়া’, ‘রূপকথার গল্প’, ‘নদীজন’, ‘মায়াবতী’, ‘দেশান্তর’, ‘আলতাবাণু’ ইত্যাদি।