অভিনেত্রী শখ
অভিনয়ে এখন নিয়মিত মডেল ও অভিনেত্রী শখ। বিরতির পর শখ আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো তিনি অভিনয়ে নিয়মিত। এরইমধ্যে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন শখ। যারমধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভূত পরিবার’ নাটকটি এরইমধ্যে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ’র নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে। এদিকে আসছে শখের জন্মদিন।
তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুল জীবনের এক বান্ধবীর বিয়েতে তাকে ফরিদপুরে থাকতে হবে। সেখানে তিনি আনাহিতাকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘুরে বেড়াবেন। শখ বলেন, ‘এই সময়টায় অভিনয়ে আমার জীবনে আবারও ছন্দ ফিরে এসেছে। আমি আমার মতো করে নিজের ভালোলাগার গল্পে কাজ করতে পারছি। এরইমধ্যে নতুন প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবার’র জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেই সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছি অচিনপুর ও জেন-জি ধারাবাহিক দুটির জন্য। কারণ দুটি ধারাবাহিকেই আমার অভিনীত চরিত্র আমার ভীষণ পছন্দ।
বিশেষত কায়সার আহমেদ ভাইয়ের অচিনপুর ধারাবাহিকের কথা বলতেই হয়। কায়সার ভাই একজন সিনিয়র নির্মাতা। ভীষণ গুণী এবং ভীষণ বিনয়ী একজন নির্মাতা তিনি। তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। বাকি দু’জন তরুণ পরিচালকও ভীষণ মেধাবী। জন্মদিনে সবার দোয়া চাই যাতে পরিবারের সবাইকে নিয়ে দিনটি ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি।’
এদিকে শখ আরো জানান শিগগিরই একটি ওটিটি প্লাটফরমের জন্য একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত বিস্তারিত জানাতে পাারছেন না। এছাড়াও নতুন নতুন বিজ্ঞাপনেও তার কাজ করা কথা রয়েছে। আনিকা কবির শখ মূলত একজন নৃত্যশিল্পী।
যে কারণে বিশেষ বিশেষ দিবসে তাকে বিভিন্ন স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করতেও দেখা যায়। শখ এখন পর্যন্ত দু’টি সিনেমায় অভিনয় করেছেন। একটি প্রয়াত এমবি মানিকের ‘বলোনা তুমি আমার’। অন্যটি সানিয়াদ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। দু’টি সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান ও নিলয় আলমগীর।
অভিনেত্রী শখ
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
অভিনয়ে এখন নিয়মিত মডেল ও অভিনেত্রী শখ। বিরতির পর শখ আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো তিনি অভিনয়ে নিয়মিত। এরইমধ্যে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন শখ। যারমধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভূত পরিবার’ নাটকটি এরইমধ্যে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ’র নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে। এদিকে আসছে শখের জন্মদিন।
তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুল জীবনের এক বান্ধবীর বিয়েতে তাকে ফরিদপুরে থাকতে হবে। সেখানে তিনি আনাহিতাকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘুরে বেড়াবেন। শখ বলেন, ‘এই সময়টায় অভিনয়ে আমার জীবনে আবারও ছন্দ ফিরে এসেছে। আমি আমার মতো করে নিজের ভালোলাগার গল্পে কাজ করতে পারছি। এরইমধ্যে নতুন প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবার’র জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেই সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছি অচিনপুর ও জেন-জি ধারাবাহিক দুটির জন্য। কারণ দুটি ধারাবাহিকেই আমার অভিনীত চরিত্র আমার ভীষণ পছন্দ।
বিশেষত কায়সার আহমেদ ভাইয়ের অচিনপুর ধারাবাহিকের কথা বলতেই হয়। কায়সার ভাই একজন সিনিয়র নির্মাতা। ভীষণ গুণী এবং ভীষণ বিনয়ী একজন নির্মাতা তিনি। তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। বাকি দু’জন তরুণ পরিচালকও ভীষণ মেধাবী। জন্মদিনে সবার দোয়া চাই যাতে পরিবারের সবাইকে নিয়ে দিনটি ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি।’
এদিকে শখ আরো জানান শিগগিরই একটি ওটিটি প্লাটফরমের জন্য একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত বিস্তারিত জানাতে পাারছেন না। এছাড়াও নতুন নতুন বিজ্ঞাপনেও তার কাজ করা কথা রয়েছে। আনিকা কবির শখ মূলত একজন নৃত্যশিল্পী।
যে কারণে বিশেষ বিশেষ দিবসে তাকে বিভিন্ন স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করতেও দেখা যায়। শখ এখন পর্যন্ত দু’টি সিনেমায় অভিনয় করেছেন। একটি প্রয়াত এমবি মানিকের ‘বলোনা তুমি আমার’। অন্যটি সানিয়াদ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। দু’টি সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান ও নিলয় আলমগীর।