দেশের অন্যতম জনপ্রিয় এবং একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত। চ্যানেলটি বরাবরই সিজন ধরে তাদের অনুষ্ঠান সাজায়। প্রতিটি সিজনের আগেই বিস্তারিত সেই আয়োজন প্রসঙ্গে আগাম জানায়। সেই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর থেকে চ্যানেলটিতে শুরু হতে যাচ্ছে ২৯তম সিজনের নতুন সব অনুষ্ঠানমালা। চ্যানেলটির গণমাধ্যম বার্তাবাহক মহসিনা আফরোজ জানান, এবারের সিজনে ১৯টি নতুন অনুষ্ঠান যুক্ত হচ্ছে দুরন্ত বহরে।
এখানে দেশী-বিদেশী রূপকথার গল্প হাস্যরসাত্মক ও শিক্ষামূলকভাবে চিত্রায়িত হয়েছে স্যান্ড আর্ট এর মাধ্যমে। গল্পের চরিত্রগুলো নানা রকম মোশন, ড্রয়িং টেকনিক, ডায়লগের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানটিতে ৩টি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে। চরিত্র ৩টি হলো- ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী ও গাছ দাদু। ২৬ পর্বের এই অনুষ্ঠানটির প্রতি পর্বে ২ থেকে ৩টি গল্প থাকবে। অনুষ্ঠানটির স্যান্ড আর্টিস্ট শিল্পীরা হলেন হরেন্দ্র নাথ রায়, জয়া মজুমদার এবং উম্মে হাবিবা লিরা।
‘বালু ছবির গল্প’ পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি প্রচার হবে ১ নভেম্বর থেকে শুক্রবার ও শনিবার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে। দুরন্ত টিভিতে আসছে জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মীনা’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ‘মীনা’। শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন সিরিজটি নির্মিত হয়। ১৯৯৩ সালে এটি প্রথম টিভিতে প্রচার হয়। কার্টুনটির প্রধান চরিত্র মীনা ৯ বছর বয়সী একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ে, যে তার গ্রামের বিভিন্ন পরিবর্তনের জন্য কাজ করে। মিনার সব কাজে সাথে থাকে তার ভাই রাজু আর তার পোষা পাখি মিঠু। দুরন্ত টিভিতে ‘মীনা’ কার্টুন সিরিজটি প্রচার হবে ১ নভেম্বর থেকে, শুক্রবার ও শনিবার সকাল ৭টায় ও দুপুর ১টায়। দুরন্ত টিভির ২৯তম সিজনে আসছে মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’।
অনুষ্ঠানটিতে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদো’র নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে। এটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। প্রচার শুরু হবে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ও রাত ৯টায়। কার্টুন সিরিজটি শুরু হবে ২৭ অক্টোবর, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট ও বিকাল ৫টায়।
কল্পনা, জাদু আর দারুণ গল্পের সংমিশ্রণ ‘ট্রি ফু টম’ সিরিজের সব গল্প। কার্টুনটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
দেশের অন্যতম জনপ্রিয় এবং একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত। চ্যানেলটি বরাবরই সিজন ধরে তাদের অনুষ্ঠান সাজায়। প্রতিটি সিজনের আগেই বিস্তারিত সেই আয়োজন প্রসঙ্গে আগাম জানায়। সেই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর থেকে চ্যানেলটিতে শুরু হতে যাচ্ছে ২৯তম সিজনের নতুন সব অনুষ্ঠানমালা। চ্যানেলটির গণমাধ্যম বার্তাবাহক মহসিনা আফরোজ জানান, এবারের সিজনে ১৯টি নতুন অনুষ্ঠান যুক্ত হচ্ছে দুরন্ত বহরে।
এখানে দেশী-বিদেশী রূপকথার গল্প হাস্যরসাত্মক ও শিক্ষামূলকভাবে চিত্রায়িত হয়েছে স্যান্ড আর্ট এর মাধ্যমে। গল্পের চরিত্রগুলো নানা রকম মোশন, ড্রয়িং টেকনিক, ডায়লগের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানটিতে ৩টি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে। চরিত্র ৩টি হলো- ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী ও গাছ দাদু। ২৬ পর্বের এই অনুষ্ঠানটির প্রতি পর্বে ২ থেকে ৩টি গল্প থাকবে। অনুষ্ঠানটির স্যান্ড আর্টিস্ট শিল্পীরা হলেন হরেন্দ্র নাথ রায়, জয়া মজুমদার এবং উম্মে হাবিবা লিরা।
‘বালু ছবির গল্প’ পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি প্রচার হবে ১ নভেম্বর থেকে শুক্রবার ও শনিবার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে। দুরন্ত টিভিতে আসছে জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মীনা’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ‘মীনা’। শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন সিরিজটি নির্মিত হয়। ১৯৯৩ সালে এটি প্রথম টিভিতে প্রচার হয়। কার্টুনটির প্রধান চরিত্র মীনা ৯ বছর বয়সী একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ে, যে তার গ্রামের বিভিন্ন পরিবর্তনের জন্য কাজ করে। মিনার সব কাজে সাথে থাকে তার ভাই রাজু আর তার পোষা পাখি মিঠু। দুরন্ত টিভিতে ‘মীনা’ কার্টুন সিরিজটি প্রচার হবে ১ নভেম্বর থেকে, শুক্রবার ও শনিবার সকাল ৭টায় ও দুপুর ১টায়। দুরন্ত টিভির ২৯তম সিজনে আসছে মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’।
অনুষ্ঠানটিতে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদো’র নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে। এটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। প্রচার শুরু হবে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ও রাত ৯টায়। কার্টুন সিরিজটি শুরু হবে ২৭ অক্টোবর, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট ও বিকাল ৫টায়।
কল্পনা, জাদু আর দারুণ গল্পের সংমিশ্রণ ‘ট্রি ফু টম’ সিরিজের সব গল্প। কার্টুনটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।