এই প্রজন্মের নতুন অভিনেত্রী খান রশ্নি। বর্তমান সময়ে তার কিছু কাজ ও অন্যান্য বিষয়ে রশ্নির সাথে কথা বলেন সংবাদের বিনোদন সাংবাদিক নায়িমী জান্নাত ব্যাপ্তি।
আপনি নায়িকা নাকি অভিনেত্রী?
এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়। আমার মনে হয় নায়িকা হতে হলে সুন্দর মায়াবী একটা ছোটখাটো কিউট মুখ হলেই হয়। এক কথায় “লাভ এ্যট ফার্স্ট সাইট” টাইপ চেহারা। যাকে প্রথম দেখেই যে কেউ তার সৌন্দর্যের মোহে পড়তে বাধ্য। আর অভিনেত্রী হতে হলে অদম্য প্রচেষ্টা, প্রতিভা, প্রতিশ্রুতি, পরিশ্রম, পড়াশোনা সব দরকার। নায়িকা হবার যোগ্যতা আমার কতটুকু আছে আমি জানি না। তবে আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি।
কত সময় যাবত অভিনয় করছেন?
অনেক ছোটো বড় কাজের সাথে সম্পৃক্ত থেকে অভিনয় ক্যারিয়ার এর প্রায় ৪ বছর সম্পূর্ণ করলাম। এর মধে্য প্রায় সবসময়ই ভালো অভিনয় এর জন্য সংশ্লিষ্ট টিম, কলাকুশলী ও সহকর্মীদের কাছ থেকে বাহবা পেয়েছি। যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে এবং আমার মনে সামনে এগিয়ে যাবার সাহস যুগিয়েছে।
নতুন কোন কাজ করছেন?
সাম্প্রতিক সময়ে আমি দুইটা ওয়েবফিল্ম নিয়ে কাজ করছি। যার একটির নাম “কথা” আর একটির নাম “নরপিশাচ”। নব-নির্মাতা মেহেদী হাসান রাজু পরিচালিত এই দুটি ওয়েবফিল্মে আপনারা আমাকে দুই রুপে দেখতে পাবেন।
সামনে পরিকল্পনা কি?
অভিনয় এর জন্য নিজেকে বিভিন্ন রুপে জন্ম দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনাদের জন্য ভালো কিছু কাজ রেখেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই রিলিজ হবে। এ ছাড়াও সম্প্রতি এস, কে, নুর কোম্পানির সাথে তাদের ব্রান্ড এ্যমবাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আমার অভিনয়ের প্রতি আপনাদের ভালোবাসা আমাকে এখনো ইন্ডাস্ট্রিতে বাচিয়ে রেখেছে। এই ভালোবাসা বহাল থাকুক সারাজীবন।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
এই প্রজন্মের নতুন অভিনেত্রী খান রশ্নি। বর্তমান সময়ে তার কিছু কাজ ও অন্যান্য বিষয়ে রশ্নির সাথে কথা বলেন সংবাদের বিনোদন সাংবাদিক নায়িমী জান্নাত ব্যাপ্তি।
আপনি নায়িকা নাকি অভিনেত্রী?
এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়। আমার মনে হয় নায়িকা হতে হলে সুন্দর মায়াবী একটা ছোটখাটো কিউট মুখ হলেই হয়। এক কথায় “লাভ এ্যট ফার্স্ট সাইট” টাইপ চেহারা। যাকে প্রথম দেখেই যে কেউ তার সৌন্দর্যের মোহে পড়তে বাধ্য। আর অভিনেত্রী হতে হলে অদম্য প্রচেষ্টা, প্রতিভা, প্রতিশ্রুতি, পরিশ্রম, পড়াশোনা সব দরকার। নায়িকা হবার যোগ্যতা আমার কতটুকু আছে আমি জানি না। তবে আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি।
কত সময় যাবত অভিনয় করছেন?
অনেক ছোটো বড় কাজের সাথে সম্পৃক্ত থেকে অভিনয় ক্যারিয়ার এর প্রায় ৪ বছর সম্পূর্ণ করলাম। এর মধে্য প্রায় সবসময়ই ভালো অভিনয় এর জন্য সংশ্লিষ্ট টিম, কলাকুশলী ও সহকর্মীদের কাছ থেকে বাহবা পেয়েছি। যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে এবং আমার মনে সামনে এগিয়ে যাবার সাহস যুগিয়েছে।
নতুন কোন কাজ করছেন?
সাম্প্রতিক সময়ে আমি দুইটা ওয়েবফিল্ম নিয়ে কাজ করছি। যার একটির নাম “কথা” আর একটির নাম “নরপিশাচ”। নব-নির্মাতা মেহেদী হাসান রাজু পরিচালিত এই দুটি ওয়েবফিল্মে আপনারা আমাকে দুই রুপে দেখতে পাবেন।
সামনে পরিকল্পনা কি?
অভিনয় এর জন্য নিজেকে বিভিন্ন রুপে জন্ম দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনাদের জন্য ভালো কিছু কাজ রেখেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই রিলিজ হবে। এ ছাড়াও সম্প্রতি এস, কে, নুর কোম্পানির সাথে তাদের ব্রান্ড এ্যমবাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আমার অভিনয়ের প্রতি আপনাদের ভালোবাসা আমাকে এখনো ইন্ডাস্ট্রিতে বাচিয়ে রেখেছে। এই ভালোবাসা বহাল থাকুক সারাজীবন।