নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘মুসিবত আনলিমিটেড’। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান। সহীদ উন নবী জানান, এই ধারাবাহিকের তিনটি বা দুটি পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। ঠিক তেমনি শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এই পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার এবং সামান্তা পারভেজ।
এরইমধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাপা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ‘দোলনচাপার’ সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এই নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ্বাস সহীদ উন নবীর।
নবী বলেন, ‘ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কী যে দারুণ পারফর্ম করেছে তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবেন। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। আর এই চরিত্রটি যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রেটি একেবারেই আলাদা। তার চাল চলন, কথা বার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ-সবমিলিয়ে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে।
পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী কাজটি নিয়ে।’
শামীম বলেন, ‘বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে উঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত।
নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ সামান্তা বলেন, ‘বৃষ্টি আপু, শামীম ভাইকে আমার পরিবারেরই মনে করি। তাদের সঙ্গে একসাথে প্রথম কাজটা মনে রাখার মতোই হয়েছে। চমৎকার গল্পে ভীষণ ভালোলাগার একটা কাজ। পুরোটা সময়ই আসলে শুটিং করতে করতে ভীষণ উপভোগ করেছি।
নবী ভাইকে আন্তরিক ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে সবার কষ্ট স্বার্থক হবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার প্রমুখ।
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘মুসিবত আনলিমিটেড’। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান। সহীদ উন নবী জানান, এই ধারাবাহিকের তিনটি বা দুটি পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। ঠিক তেমনি শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এই পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার এবং সামান্তা পারভেজ।
এরইমধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাপা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ‘দোলনচাপার’ সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এই নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ্বাস সহীদ উন নবীর।
নবী বলেন, ‘ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কী যে দারুণ পারফর্ম করেছে তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবেন। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। আর এই চরিত্রটি যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রেটি একেবারেই আলাদা। তার চাল চলন, কথা বার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ-সবমিলিয়ে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে।
পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী কাজটি নিয়ে।’
শামীম বলেন, ‘বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে উঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত।
নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ সামান্তা বলেন, ‘বৃষ্টি আপু, শামীম ভাইকে আমার পরিবারেরই মনে করি। তাদের সঙ্গে একসাথে প্রথম কাজটা মনে রাখার মতোই হয়েছে। চমৎকার গল্পে ভীষণ ভালোলাগার একটা কাজ। পুরোটা সময়ই আসলে শুটিং করতে করতে ভীষণ উপভোগ করেছি।
নবী ভাইকে আন্তরিক ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে সবার কষ্ট স্বার্থক হবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার প্রমুখ।