উপস্থাপিকা হিসেবেই পরিচিত নীল হুরেজাহান। তিনি জানান একজন উপস্থাপিকা হিসেবেই তার ব্যস্ততা থাকে বছরজুড়ে। তবে মাঝে মাঝে এই উপস্থাপিকাকে অভিনয়েও দেখা যায়। কিছুদিন আগেই বিঞ্জ-এ প্রকাশ পেলো তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’।
একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এর আগে দীপ্ত প্লে’তে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন বলে জানান নীল হুরেজাহান। নীল হুরেজাহান বলেন,‘ গল্প এবং চরিত্র ভালো হবার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তাহলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। যে কারণে সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে।
তবে একজন উপস্থাপিকা হিসেবেই নিজের মধ্যে সবচেয়ে বেশি আত্নবিশ্বাস খুঁজে পাই। যখন আমার হাতে মাইক্রোফোন থাকে তখন নিজেকে বেশ প্রাণবন্ত মনে হয়। মনে হয় এই কাজটাই আমি সবচেয়ে বেশি ভালো করতে পারি। বিভিন্ন ধরনের স্টেজ শো (কর্পোরেট, গভর্ম্যান্ট) করতে হয় আমাকে। কিন্তু আমি অভিনয়টা নিয়মিত করতে চাই, ভালো গল্প ও ভালো চরিত্র হবার শর্তে।’
নীল হুরেজাহান বর্তমানে নিউজ টোয়েন্টি ফোর’র ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভি’র ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শো’র উপস্থাপনা করছেন। এছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। শিরোনামহীন’র ‘অবেলায় ২’র মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এছাড়াও দেশ সেরা চেক-ইনফ্লুয়েন্সারদের নিয়ে নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে ১০০০ফিক্স-এর পেজ থেকে।
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
উপস্থাপিকা হিসেবেই পরিচিত নীল হুরেজাহান। তিনি জানান একজন উপস্থাপিকা হিসেবেই তার ব্যস্ততা থাকে বছরজুড়ে। তবে মাঝে মাঝে এই উপস্থাপিকাকে অভিনয়েও দেখা যায়। কিছুদিন আগেই বিঞ্জ-এ প্রকাশ পেলো তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’।
একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এর আগে দীপ্ত প্লে’তে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন বলে জানান নীল হুরেজাহান। নীল হুরেজাহান বলেন,‘ গল্প এবং চরিত্র ভালো হবার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তাহলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। যে কারণে সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে।
তবে একজন উপস্থাপিকা হিসেবেই নিজের মধ্যে সবচেয়ে বেশি আত্নবিশ্বাস খুঁজে পাই। যখন আমার হাতে মাইক্রোফোন থাকে তখন নিজেকে বেশ প্রাণবন্ত মনে হয়। মনে হয় এই কাজটাই আমি সবচেয়ে বেশি ভালো করতে পারি। বিভিন্ন ধরনের স্টেজ শো (কর্পোরেট, গভর্ম্যান্ট) করতে হয় আমাকে। কিন্তু আমি অভিনয়টা নিয়মিত করতে চাই, ভালো গল্প ও ভালো চরিত্র হবার শর্তে।’
নীল হুরেজাহান বর্তমানে নিউজ টোয়েন্টি ফোর’র ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভি’র ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শো’র উপস্থাপনা করছেন। এছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। শিরোনামহীন’র ‘অবেলায় ২’র মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এছাড়াও দেশ সেরা চেক-ইনফ্লুয়েন্সারদের নিয়ে নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে ১০০০ফিক্স-এর পেজ থেকে।