এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। তিনি এরইমধ্যে আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভাড়া করা বউ’। নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর ঠিক একদিন আগেই তন্ময় সোহেল আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাথা গরম বউ’। এই নাটকটিও রচনা করেছেন লিমন আহমেদ। এই নাটকটিও পরিচালনায় করেছেন শুভ্র আহমেদ।
‘মাথা গরম বউ’ নাটকে তন্ময় সোহেলের বিপরীতে অভিনয় করেছেন জারা জয়া। জারা জয়া, একজন নবাগত অভিনেত্রী হিসেবে বেশ ভালো অভিনয় করছেন। বিশেষত গ্রামীন পটভূমির গল্পে নির্মিত নাটকগুলোতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। জারা জয়া অভিনয়ে এখন আগের চেয়ে আরো অনেক বেশি মনোযোগী। যে কারণে তাকে নিয়ে নির্মাতাদের কাজ করার আগ্রহ বাড়ছে। শুভ্র আহমেদ’র ক্ষেত্রেও ঠিক তাই। তন্ময় সোহেল ও জারা জয়া এর আগেও নাটকে অভিনয় করেছিলেন। তন্ময় সোহেল বলেন,‘ পরিচালক বেশ যত্ন নিয়ে গুছানো ইউনিটকে সাথে নিয়ে কাজটি করেছেন। জারা জয়া আগের চেয়ে অভিনয়ে ভালো করছে। নতুন এই নাটকটিতে তার অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’
জারা জয়া বলেন,‘ তন্ময় সোহেল ভাই একজন গুনী অভিনেতা। তারসঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শুভ্র ভাইয়ার নির্দেশনায় নাটকটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ এদিকে তন্ময় সোহেল ও জারা জয়া রবিউল ইসলাম রাজের পরিচালনায় ‘দাফন’ নাটকের কাজ শেষ করেছেন।
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। তিনি এরইমধ্যে আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভাড়া করা বউ’। নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর ঠিক একদিন আগেই তন্ময় সোহেল আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাথা গরম বউ’। এই নাটকটিও রচনা করেছেন লিমন আহমেদ। এই নাটকটিও পরিচালনায় করেছেন শুভ্র আহমেদ।
‘মাথা গরম বউ’ নাটকে তন্ময় সোহেলের বিপরীতে অভিনয় করেছেন জারা জয়া। জারা জয়া, একজন নবাগত অভিনেত্রী হিসেবে বেশ ভালো অভিনয় করছেন। বিশেষত গ্রামীন পটভূমির গল্পে নির্মিত নাটকগুলোতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। জারা জয়া অভিনয়ে এখন আগের চেয়ে আরো অনেক বেশি মনোযোগী। যে কারণে তাকে নিয়ে নির্মাতাদের কাজ করার আগ্রহ বাড়ছে। শুভ্র আহমেদ’র ক্ষেত্রেও ঠিক তাই। তন্ময় সোহেল ও জারা জয়া এর আগেও নাটকে অভিনয় করেছিলেন। তন্ময় সোহেল বলেন,‘ পরিচালক বেশ যত্ন নিয়ে গুছানো ইউনিটকে সাথে নিয়ে কাজটি করেছেন। জারা জয়া আগের চেয়ে অভিনয়ে ভালো করছে। নতুন এই নাটকটিতে তার অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’
জারা জয়া বলেন,‘ তন্ময় সোহেল ভাই একজন গুনী অভিনেতা। তারসঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শুভ্র ভাইয়ার নির্দেশনায় নাটকটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ এদিকে তন্ময় সোহেল ও জারা জয়া রবিউল ইসলাম রাজের পরিচালনায় ‘দাফন’ নাটকের কাজ শেষ করেছেন।