বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হীরক জয়ন্তী আসর বসতে যাচ্ছে। এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে পুরোদমে। ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসব কেমন হতে পারে, কয়েকটি ঘোষণার মাধ্যমে সেই আভাস দিয়েছে আয়োজকরা। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি জার্মানির বার্লিন শহরে উৎসবের মূল ভেন্যু বের্লিনাল প্যালাস্টে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। ১১ দিনের এই আয়োজন চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেনে নিন এবারের উৎসবের টুকিটাকি তথ্য।
৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আন্তর্জাতিক বিচারকদের প্রধান (জুরি প্রেসিডেন্ট) হিসেবে থাকবেন আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক টড হেইন্স। তাকে এই পদে নির্বাচন করেছেন উৎসবের নতুন পরিচালক ট্রিসিয়া টাটল। সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক (সেরা চলচ্চিত্র প্রযোজক) কে জিতবেন সেই রায় দেবেন বিচারকরা। এছাড়া রৌপ্য ভালুক হিসেবে গ্র্যান্ড জুরি প্রাইজ, জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা প্রধান অভিনয়শিল্পী, সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সেরা চিত্রনাট্য ও অসামান্য আর্টিস্টিক অবদান পুরস্কারগুলোর বিজয়ী চূড়ান্ত করবেন বিচারকরা।
টড হেইন্স পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পয়জন’ ১৯৯১ সালে বার্লিন উৎসবে টেডি অ্যাওয়ার্ড পেয়েছে (সমকামিতা বিষয়ক ছবির পুরস্কার)। এরপর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে এটি। প্রায় চার দশকের ক্যারিয়ারে ৬৩ বছর বয়সী এই পরিচালকের ছবির তালিকায় উল্লেখযোগ্য– ‘সেফ’ (১৯৯১, সানড্যান্স), ‘ভেলভেট গোল্ডমাইন’ (১৯৯৮, কান), চারটি অস্কার মনোনয়ন পাওয়া ‘ফার ফ্রম হ্যাভেন’ (২০০২, ভেনিস), কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের কাল্পনিক বায়োপিক ‘আই অ্যাম নট দেয়ার’ (২০০৭, ভেনিস), ‘ক্যারল’ (২০১৫, কান), ‘ওয়ান্ডারস্ট্রাক’ (২০১৭, কান), ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড’ (২০২১, কান), ‘মে ডিসেম্বর’ (২০২৩, কান)।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অসামান্য কৃতিত্বের জন্য ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণভালুক পুরস্কারে ভূষিত হবেন অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন। তার হাতে এই স্বীকৃতি তুলে দেওয়া হবে পয়লা রাতের উদ্বোধনী আয়োজনে। ১৯৮৬ সালে ব্রিটিশ পরিচালক ডেরেক জার্মানের ‘ক্যারাভাজ্জিও’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন টিল্ডা সুইনটন। তার প্রথম ছবিটি ৩৬তম বার্লিন উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়ার পাশাপাশি রৌপ্য ভালুক জিতেছে।
সেই থেকে প্রায় চার দশক ধরে এই আয়োজনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। ১৯৮৭ সালে বার্লিনে ডেরেক জার্মানের ‘দ্য লাস্ট অব ইংল্যান্ড’ টেডি অ্যাওয়ার্ড পেয়েছে এবং এতে অভিনয়ের সুবাদে জুরি প্রাইজ জিতেছেন টিল্ডা। ২০০৯ সালে বার্লিনে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৭ সাল থেকে প্রতি আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণভালুক প্রদানের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের শৈল্পিক কৃতিত্বের প্রতি সম্মান জানায় বার্লিন। উৎসব চলাকালীন এই স্বীকৃতি পাওয়া শিল্পীর প্রতি সম্মান হিসেবে তার একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
হীরক জয়ন্তী আসরের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে জার্মানির টম টিকওয়ের পরিচালিত ‘দ্য লাইট’। বের্লিনাল স্পেশাল গালা বিভাগে থাকছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। জার্মান-ফরাসি এই প্রযোজনার গল্প একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। স্বামী-স্ত্রী ও তাদের যমজসহ তিন সন্তান। সিরিয়া থেকে গৃহকর্মী ফারাহ আসার পর এই পরিবার বদলে যেতে থাকে। এতে অভিনয় করেছেন জার্মান তারকা লার্স আইডিঙ্গার, নিকোলেট ক্রেবিৎজ, তালা আল-দীন।
২০২৫ সালের ২০ মার্চ জার্মানিতে মুক্তি পাবে ‘দ্য লাইট’। টম টিকওয়ের ২০১৮ সালে বার্লিন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন। তার পরিচালিত ‘হ্যাভেন’ ২০০২ সালে ও ‘দ্য ইন্টারন্যাশনাল’ ২০০৯ সালে বার্লিন উৎসবের উদ্বোধনী ছবি ছিল। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘দ্য লাইট’।
বার্লিন উৎসবের ৭৫তম আসরে জেনারেশন ফোর্টিন প্লাস বিভাগে দেখানো হবে ভারতের রিমা দাস পরিচালিত অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টারস টু’। এটি হলো সাত বছর আগে মুক্তি পাওয়া ‘ভিলেজ রকস্টারস’ চলচ্চিত্রের সিক্যুয়েল। গত অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে প্রথম পুরস্কার জিতেছে ছবিটি।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হীরক জয়ন্তী আসর বসতে যাচ্ছে। এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে পুরোদমে। ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসব কেমন হতে পারে, কয়েকটি ঘোষণার মাধ্যমে সেই আভাস দিয়েছে আয়োজকরা। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি জার্মানির বার্লিন শহরে উৎসবের মূল ভেন্যু বের্লিনাল প্যালাস্টে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। ১১ দিনের এই আয়োজন চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেনে নিন এবারের উৎসবের টুকিটাকি তথ্য।
৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আন্তর্জাতিক বিচারকদের প্রধান (জুরি প্রেসিডেন্ট) হিসেবে থাকবেন আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক টড হেইন্স। তাকে এই পদে নির্বাচন করেছেন উৎসবের নতুন পরিচালক ট্রিসিয়া টাটল। সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক (সেরা চলচ্চিত্র প্রযোজক) কে জিতবেন সেই রায় দেবেন বিচারকরা। এছাড়া রৌপ্য ভালুক হিসেবে গ্র্যান্ড জুরি প্রাইজ, জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা প্রধান অভিনয়শিল্পী, সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সেরা চিত্রনাট্য ও অসামান্য আর্টিস্টিক অবদান পুরস্কারগুলোর বিজয়ী চূড়ান্ত করবেন বিচারকরা।
টড হেইন্স পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পয়জন’ ১৯৯১ সালে বার্লিন উৎসবে টেডি অ্যাওয়ার্ড পেয়েছে (সমকামিতা বিষয়ক ছবির পুরস্কার)। এরপর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে এটি। প্রায় চার দশকের ক্যারিয়ারে ৬৩ বছর বয়সী এই পরিচালকের ছবির তালিকায় উল্লেখযোগ্য– ‘সেফ’ (১৯৯১, সানড্যান্স), ‘ভেলভেট গোল্ডমাইন’ (১৯৯৮, কান), চারটি অস্কার মনোনয়ন পাওয়া ‘ফার ফ্রম হ্যাভেন’ (২০০২, ভেনিস), কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের কাল্পনিক বায়োপিক ‘আই অ্যাম নট দেয়ার’ (২০০৭, ভেনিস), ‘ক্যারল’ (২০১৫, কান), ‘ওয়ান্ডারস্ট্রাক’ (২০১৭, কান), ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড’ (২০২১, কান), ‘মে ডিসেম্বর’ (২০২৩, কান)।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অসামান্য কৃতিত্বের জন্য ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণভালুক পুরস্কারে ভূষিত হবেন অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন। তার হাতে এই স্বীকৃতি তুলে দেওয়া হবে পয়লা রাতের উদ্বোধনী আয়োজনে। ১৯৮৬ সালে ব্রিটিশ পরিচালক ডেরেক জার্মানের ‘ক্যারাভাজ্জিও’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন টিল্ডা সুইনটন। তার প্রথম ছবিটি ৩৬তম বার্লিন উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়ার পাশাপাশি রৌপ্য ভালুক জিতেছে।
সেই থেকে প্রায় চার দশক ধরে এই আয়োজনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। ১৯৮৭ সালে বার্লিনে ডেরেক জার্মানের ‘দ্য লাস্ট অব ইংল্যান্ড’ টেডি অ্যাওয়ার্ড পেয়েছে এবং এতে অভিনয়ের সুবাদে জুরি প্রাইজ জিতেছেন টিল্ডা। ২০০৯ সালে বার্লিনে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৭ সাল থেকে প্রতি আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণভালুক প্রদানের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের শৈল্পিক কৃতিত্বের প্রতি সম্মান জানায় বার্লিন। উৎসব চলাকালীন এই স্বীকৃতি পাওয়া শিল্পীর প্রতি সম্মান হিসেবে তার একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
হীরক জয়ন্তী আসরের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে জার্মানির টম টিকওয়ের পরিচালিত ‘দ্য লাইট’। বের্লিনাল স্পেশাল গালা বিভাগে থাকছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। জার্মান-ফরাসি এই প্রযোজনার গল্প একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। স্বামী-স্ত্রী ও তাদের যমজসহ তিন সন্তান। সিরিয়া থেকে গৃহকর্মী ফারাহ আসার পর এই পরিবার বদলে যেতে থাকে। এতে অভিনয় করেছেন জার্মান তারকা লার্স আইডিঙ্গার, নিকোলেট ক্রেবিৎজ, তালা আল-দীন।
২০২৫ সালের ২০ মার্চ জার্মানিতে মুক্তি পাবে ‘দ্য লাইট’। টম টিকওয়ের ২০১৮ সালে বার্লিন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন। তার পরিচালিত ‘হ্যাভেন’ ২০০২ সালে ও ‘দ্য ইন্টারন্যাশনাল’ ২০০৯ সালে বার্লিন উৎসবের উদ্বোধনী ছবি ছিল। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘দ্য লাইট’।
বার্লিন উৎসবের ৭৫তম আসরে জেনারেশন ফোর্টিন প্লাস বিভাগে দেখানো হবে ভারতের রিমা দাস পরিচালিত অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টারস টু’। এটি হলো সাত বছর আগে মুক্তি পাওয়া ‘ভিলেজ রকস্টারস’ চলচ্চিত্রের সিক্যুয়েল। গত অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে প্রথম পুরস্কার জিতেছে ছবিটি।