বাংলাদেশ টেলিভিশনের ৬১তম জন্মদিন আজ। দিনটিকে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। আজ সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হবে জন্মদিনের আনুষ্ঠানিকতা। এবারের আয়োজনের চমক হিসেবে থাকছে একটি বিশেষ গ্রন্থ। ‘তারিখ অভিধান’ নামের এই গ্রন্থটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান।
বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছে গ্রন্থটি। এতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে। লেখক জানান, এর ধারাবাহিকতায় দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানান প্রকাশক মনিরুল হক।
বিটিভির জন্মদিনের এই আয়োজনে বরাবরের মতোই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠবে আলোকজ্জ্বল। গান-স্মৃতিচারণা, আড্ডায় মেতে উঠবে সবাই, এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ টেলিভিশনের ৬১তম জন্মদিন আজ। দিনটিকে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। আজ সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হবে জন্মদিনের আনুষ্ঠানিকতা। এবারের আয়োজনের চমক হিসেবে থাকছে একটি বিশেষ গ্রন্থ। ‘তারিখ অভিধান’ নামের এই গ্রন্থটি লিখেছেন আহমেদ রেজাউর রহমান।
বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছে গ্রন্থটি। এতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে। লেখক জানান, এর ধারাবাহিকতায় দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানান প্রকাশক মনিরুল হক।
বিটিভির জন্মদিনের এই আয়োজনে বরাবরের মতোই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠবে আলোকজ্জ্বল। গান-স্মৃতিচারণা, আড্ডায় মেতে উঠবে সবাই, এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।