সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনায় ও পরিচালনায় মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীর অভিষেক হয়েছে ‘সন্ধিক্ষণ’ নাটকে। এই নাটকে মালাইকা চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জোভান। নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
নিজের ছোট বোনের অভিনয়ে অভিষেক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন,‘ ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তার মডেলিং-এর প্রতি, অভিনয়ের প্রতি আগ্রহ আছে, পরিবারের অন্যান্যদেরকে দেখেছি তার এই আগ্রহের প্রতি ভীষণ ইতিবাচক। যে কারণে মাঝখানে আমি বাঁধা হয়ে দাড়াইনি। পরবর্তীতে মালাইকা একটা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। রাজ ভাই মালাইকাকে নিয়েই নাটকটি নির্মাণ করার ইচ্ছে প্রকাশ করেন। তখন আমি না করলেও মালাইকার ছুটি চলাকালীন সময়ে নাটকটি অবশেষে নির্মাণ করা হলো।
তো আমার কাছে মনে হলো যে রাজ ভাই, জোভান, সিনেমাওয়ালা-সবমিলিয়ে একটা চমৎকার শুভ সূচনা মালাইকার। প্রথম কাজটা হয়ে গেলো, বাকীটা পথ মালাইকা তার নিজের মতো করেই এগিয়ে যেতে হবে। তবে মালাইকা যাই করুক না কেন ও যেন সফল হয় আমি এটাই চাইবো।’ মালাইকা চৌধুরী বলেন,‘ অভিনয়ে আমার অনুপ্রেরণা আমার আপু। আর সন্ধিক্ষণ আমার প্রথম অভিনীত নাটক।
প্রথম কাজের জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই সন্ধিক্ষণ দেখবেন আর আপনাদের অভিমত জানাবেন যাতে আমি আরো অনুপ্রাণিত হই, আগামীতে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি।’ ‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।
‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গত অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।
রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনায় ও পরিচালনায় মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীর অভিষেক হয়েছে ‘সন্ধিক্ষণ’ নাটকে। এই নাটকে মালাইকা চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জোভান। নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
নিজের ছোট বোনের অভিনয়ে অভিষেক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন,‘ ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তার মডেলিং-এর প্রতি, অভিনয়ের প্রতি আগ্রহ আছে, পরিবারের অন্যান্যদেরকে দেখেছি তার এই আগ্রহের প্রতি ভীষণ ইতিবাচক। যে কারণে মাঝখানে আমি বাঁধা হয়ে দাড়াইনি। পরবর্তীতে মালাইকা একটা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। রাজ ভাই মালাইকাকে নিয়েই নাটকটি নির্মাণ করার ইচ্ছে প্রকাশ করেন। তখন আমি না করলেও মালাইকার ছুটি চলাকালীন সময়ে নাটকটি অবশেষে নির্মাণ করা হলো।
তো আমার কাছে মনে হলো যে রাজ ভাই, জোভান, সিনেমাওয়ালা-সবমিলিয়ে একটা চমৎকার শুভ সূচনা মালাইকার। প্রথম কাজটা হয়ে গেলো, বাকীটা পথ মালাইকা তার নিজের মতো করেই এগিয়ে যেতে হবে। তবে মালাইকা যাই করুক না কেন ও যেন সফল হয় আমি এটাই চাইবো।’ মালাইকা চৌধুরী বলেন,‘ অভিনয়ে আমার অনুপ্রেরণা আমার আপু। আর সন্ধিক্ষণ আমার প্রথম অভিনীত নাটক।
প্রথম কাজের জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই সন্ধিক্ষণ দেখবেন আর আপনাদের অভিমত জানাবেন যাতে আমি আরো অনুপ্রাণিত হই, আগামীতে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি।’ ‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।
‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গত অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।