মিউজিক ভিডিওর একজন মডেল হিসেবেই মূলত শাকিলা পারভীন প্রথম মিডিয়াতে আলোচনায় আসেন। এরপর আরো অনেক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে নাটকেও অভিনয় করেন তিনি। বছরের শেষপ্রান্তে এসে আরো একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
এবার তার গানের শিরোনাম ‘সখী’। মোহাম্মদ আলী’র লেখা ও আলভী আল বেরুনী’র সুর সঙ্গীতে গানটি গেয়েছেন বেলাল খান ও কর্ণিলা। আর সখী’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা মোঃ সামছুল হুদা।
‘গল্পওয়ালা’ প্রোডাকসন হাউজ থেকে নির্মিত এই মিউজিক ভিডিওতেটি মোঃ সামছুল হুদার সহকারী হিসেবে ছিলেন পারভেজ মোল্লাহ। শাকিলা পারভীন বলেন,‘ চলতি বছরে আসলে খুব বেশি কাজ করা হয়নি। আমার আব্বা একটু অসুস্থ। তাকে অনেক সময় দিতে হচ্ছে। তাছাড়া মাঝে বেশ কয়েকমাস কাজতো এমনিতেই বন্ধ ছিলো।
তবে মোঃ সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। তিনি মিউজিক ভিডিও নির্মাণে একজন বিচক্ষণ নির্মাতা। ভীষণ গুছিয়ে কাজ করেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিক। সহজভাবে বলতে গেলে বলা যায় সামছু ভাই ভীষণ আন্তরিকতা নিয়ে শিল্পীদের সঙ্গে ভীষণ বিনয়ী থেকে কাজ আদায় করে নেন।
আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের মিউজিক ভিডিও’সহ গানটি ভীষণ ভালোলাগবে।’ মিউজিক ভিডিওটির সম্পাদনায় ও কালারে আছেন টিডি দীপক।
রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪
মিউজিক ভিডিওর একজন মডেল হিসেবেই মূলত শাকিলা পারভীন প্রথম মিডিয়াতে আলোচনায় আসেন। এরপর আরো অনেক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে নাটকেও অভিনয় করেন তিনি। বছরের শেষপ্রান্তে এসে আরো একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
এবার তার গানের শিরোনাম ‘সখী’। মোহাম্মদ আলী’র লেখা ও আলভী আল বেরুনী’র সুর সঙ্গীতে গানটি গেয়েছেন বেলাল খান ও কর্ণিলা। আর সখী’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা মোঃ সামছুল হুদা।
‘গল্পওয়ালা’ প্রোডাকসন হাউজ থেকে নির্মিত এই মিউজিক ভিডিওতেটি মোঃ সামছুল হুদার সহকারী হিসেবে ছিলেন পারভেজ মোল্লাহ। শাকিলা পারভীন বলেন,‘ চলতি বছরে আসলে খুব বেশি কাজ করা হয়নি। আমার আব্বা একটু অসুস্থ। তাকে অনেক সময় দিতে হচ্ছে। তাছাড়া মাঝে বেশ কয়েকমাস কাজতো এমনিতেই বন্ধ ছিলো।
তবে মোঃ সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। তিনি মিউজিক ভিডিও নির্মাণে একজন বিচক্ষণ নির্মাতা। ভীষণ গুছিয়ে কাজ করেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিক। সহজভাবে বলতে গেলে বলা যায় সামছু ভাই ভীষণ আন্তরিকতা নিয়ে শিল্পীদের সঙ্গে ভীষণ বিনয়ী থেকে কাজ আদায় করে নেন।
আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের মিউজিক ভিডিও’সহ গানটি ভীষণ ভালোলাগবে।’ মিউজিক ভিডিওটির সম্পাদনায় ও কালারে আছেন টিডি দীপক।