বছরের শেষভাগে এসে নতুন নাটক মুক্তির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর ইউটিউব চ্যানেল ‘বিন্দু ভীষণ’এ প্রচারিত হচ্ছে নাটক ‘তুফান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা রহমান ও জাহের আলভী। এটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকের গল্পে আলভীকে দেখা যায় সমাজের প্রতিবাদী তরুণের ভূমিকায়।
যে কোনো ধরনের অপরাধ দেখলেই নিজ উদ্যোগে এগিয়ে যায়। প্রতিবাদ করে নিজের মতো করে। নাটকের পরিচালক মাহমুদ হাসান রানা বলেন, ‘নাটকের নামটি দেখেই অনেকে সিনেমা মনে করবে। যার জন্য আমরা সিনেম্যাটিক ভাইব রেখেই কাজটি করার চেষ্টা করেছি। সাড়াও পাচ্ছি বেশ। আর অহনা ও আলভী দুজনেরই নাটকে নিজস্ব দর্শক রয়েছে। তাই তাদের জুটির কাজ সবসময়ই দর্শকপ্রিয়তায় থাকে।
এ কাজটিও তেমন ভালোবাসা পাবে বলে আমরা আশাবাদী।’ এর আগেও অহনা ও আলভী বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘মাইরের উপর ভিটামিন নাই’, ‘আমরা বিয়ে করব না’, ‘পরিণাম’, ‘মন যেখানে’, ‘কাবিন’, ‘বিধবা’ ইত্যাদি। ‘তুফান’ নাটকে অহনা ও আলভী ছাড়া আরও অভিনয় করছেন মাসুদ হারুন, হিন্দোল রায়, সিদ্দিক মাস্টার, মাহফুজ ইসলাম ও নাহার নওরিন।
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
বছরের শেষভাগে এসে নতুন নাটক মুক্তির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর ইউটিউব চ্যানেল ‘বিন্দু ভীষণ’এ প্রচারিত হচ্ছে নাটক ‘তুফান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা রহমান ও জাহের আলভী। এটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকের গল্পে আলভীকে দেখা যায় সমাজের প্রতিবাদী তরুণের ভূমিকায়।
যে কোনো ধরনের অপরাধ দেখলেই নিজ উদ্যোগে এগিয়ে যায়। প্রতিবাদ করে নিজের মতো করে। নাটকের পরিচালক মাহমুদ হাসান রানা বলেন, ‘নাটকের নামটি দেখেই অনেকে সিনেমা মনে করবে। যার জন্য আমরা সিনেম্যাটিক ভাইব রেখেই কাজটি করার চেষ্টা করেছি। সাড়াও পাচ্ছি বেশ। আর অহনা ও আলভী দুজনেরই নাটকে নিজস্ব দর্শক রয়েছে। তাই তাদের জুটির কাজ সবসময়ই দর্শকপ্রিয়তায় থাকে।
এ কাজটিও তেমন ভালোবাসা পাবে বলে আমরা আশাবাদী।’ এর আগেও অহনা ও আলভী বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘মাইরের উপর ভিটামিন নাই’, ‘আমরা বিয়ে করব না’, ‘পরিণাম’, ‘মন যেখানে’, ‘কাবিন’, ‘বিধবা’ ইত্যাদি। ‘তুফান’ নাটকে অহনা ও আলভী ছাড়া আরও অভিনয় করছেন মাসুদ হারুন, হিন্দোল রায়, সিদ্দিক মাস্টার, মাহফুজ ইসলাম ও নাহার নওরিন।