১২তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। গত ২৪ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সন্ধ্যায় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
ফরিদুল ইসলাম রুবেলের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট)। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।
কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মাননা প্রসঙ্গে ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘একজন মানুষের চরিত্রকে দর্শকের সামনে ফুটিয়ে তোলার জন্য নাট্যকারের লিখনির প্রকাশ কতটা সুনিপুন হওয়া দরকার আমার জানা নাই। কিন্তু আমি সেই কাজটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি অবিরত।
কখনো কখনো বাস্তবের চরিত্রটি কল্পনার চরিত্রটিকেও ছাড়িয়ে যায়। এই বিষয়গুলো আমাকে খুবই আনন্দিত করে। সবচেয়ে বেশি আনন্দ পাই দর্শকের ভালো লাগলে। কারণ, দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি আমি। ভবিষ্যতেও আমি সেই ধারাবাহিকতা বজায় রাখবো আমার লেখনিতে।’
এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল।
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১২তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। গত ২৪ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সন্ধ্যায় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
ফরিদুল ইসলাম রুবেলের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট)। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।
কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মাননা প্রসঙ্গে ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘একজন মানুষের চরিত্রকে দর্শকের সামনে ফুটিয়ে তোলার জন্য নাট্যকারের লিখনির প্রকাশ কতটা সুনিপুন হওয়া দরকার আমার জানা নাই। কিন্তু আমি সেই কাজটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি অবিরত।
কখনো কখনো বাস্তবের চরিত্রটি কল্পনার চরিত্রটিকেও ছাড়িয়ে যায়। এই বিষয়গুলো আমাকে খুবই আনন্দিত করে। সবচেয়ে বেশি আনন্দ পাই দর্শকের ভালো লাগলে। কারণ, দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি আমি। ভবিষ্যতেও আমি সেই ধারাবাহিকতা বজায় রাখবো আমার লেখনিতে।’
এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল।