একাধিক অ্যাকশন ফিল্মে অভিনয় করে নিজেকে একজন অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জন আব্রাহাম। আরও একবার অ্যাকশন অবতারে হাজির হতে যাচ্ছেন জন। পিঙ্কভিলা এক্সক্লুসিভভাবে জানাচ্ছে, জন আব্রাহাম ভারতের প্রখ্যাত পুলিশ অফিসার রাকেশ মারিয়ারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন।
সূত্র জানায়, মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলা, জাভেরি বাজার বিস্ফোরণ এবং ২৬/১১ হামলার তদন্ত ও উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার রাকেশ মারিয়া। তার জীবনের উপর ভিত্তি করে একটি বায়োপিক তৈরি হচ্ছে। সেখানে তার ক্যারিয়ারের বহুল আলোচিত কেসগুলার ওপর আলোকপাত করা হবে। রাকেশ মারিয়া মুম্বাই পুলিশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় পুলিশ অফিসার। ১৯৮১ থেকে ২০১৭ পর্যন্ত তার কর্মজীবনে একাধিক বড় সন্ত্রাসী হামলার তদন্তে নেতৃত্ব দিয়েছেন তিনি।
জন আব্রাহাম তার চরিত্রে অভিনয় করবেন। এই সুযোগে বেশ উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী জন। সূত্রটি আরও জানায়, সিনেমাটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিংয়ে যাবে। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালকের নামও প্রকাশ্যে আসেনি। কারা অভিনয় করবেন জনের সঙ্গে তাও গোপন। রাকেশ মারিয়ার জীবনীটিতে দেখা যাবে ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়।
পরে তিনি হোম গার্ডের ডিরেক্টর জেনারেল হন। সেই চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন জন আব্রাহাম। এই বায়োপিক ছাড়াও জন আব্রাহাম আরও কিছু সিনেমায় নিয়ে আসবেন আগামী বছরে। তার মধ্যে দিনেশ বিজান পরিচালিত ‘তেহরান’ ও ভূষণ কুমার পরিচালিত ‘ডিপ্লোম্যাট’ নামের দুটি ছবির কাজ শেষে করেছেন এই অভিনেতা।
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
একাধিক অ্যাকশন ফিল্মে অভিনয় করে নিজেকে একজন অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জন আব্রাহাম। আরও একবার অ্যাকশন অবতারে হাজির হতে যাচ্ছেন জন। পিঙ্কভিলা এক্সক্লুসিভভাবে জানাচ্ছে, জন আব্রাহাম ভারতের প্রখ্যাত পুলিশ অফিসার রাকেশ মারিয়ারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন।
সূত্র জানায়, মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলা, জাভেরি বাজার বিস্ফোরণ এবং ২৬/১১ হামলার তদন্ত ও উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার রাকেশ মারিয়া। তার জীবনের উপর ভিত্তি করে একটি বায়োপিক তৈরি হচ্ছে। সেখানে তার ক্যারিয়ারের বহুল আলোচিত কেসগুলার ওপর আলোকপাত করা হবে। রাকেশ মারিয়া মুম্বাই পুলিশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় পুলিশ অফিসার। ১৯৮১ থেকে ২০১৭ পর্যন্ত তার কর্মজীবনে একাধিক বড় সন্ত্রাসী হামলার তদন্তে নেতৃত্ব দিয়েছেন তিনি।
জন আব্রাহাম তার চরিত্রে অভিনয় করবেন। এই সুযোগে বেশ উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী জন। সূত্রটি আরও জানায়, সিনেমাটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিংয়ে যাবে। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালকের নামও প্রকাশ্যে আসেনি। কারা অভিনয় করবেন জনের সঙ্গে তাও গোপন। রাকেশ মারিয়ার জীবনীটিতে দেখা যাবে ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়।
পরে তিনি হোম গার্ডের ডিরেক্টর জেনারেল হন। সেই চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন জন আব্রাহাম। এই বায়োপিক ছাড়াও জন আব্রাহাম আরও কিছু সিনেমায় নিয়ে আসবেন আগামী বছরে। তার মধ্যে দিনেশ বিজান পরিচালিত ‘তেহরান’ ও ভূষণ কুমার পরিচালিত ‘ডিপ্লোম্যাট’ নামের দুটি ছবির কাজ শেষে করেছেন এই অভিনেতা।