২০২৪-এর শেষপ্রান্তে এসে মুক্তি পেলো আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমাতে সালেহা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী ফারিহা শামস সেওতি। ঢাকার সিনেপ্লেক্স’সহ ঢাকার বাইরেও বেশ কয়েকটি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পটভূমিত প্রান্তিক দুই পরিবারের গল্প উঠে এসেছে এই সিনেমাতে। এর প্রিমিয়ার শো’তে সেওতির সঙ্গে তার বাবা মা’ও গিয়েছিলেন।
সেঁওতি বলেন,‘ সত্যি বলতে কী প্রিমিয়ারে যারা এসেছিলেন তারা সিনেমাটির ভূঁয়সী প্রশংসা করেছেন। বিশেষত সিনেমার গল্প, সিনেমাতে প্রত্যেকের অভিনয়, সিনেমার সিনেমাটোগ্রাফি এবং সর্বোপরি আকরাম ভাইয়ের নির্দেশনা। সবচেয়ে বেশি ভালোলাগার ছিলো যে আমার আব্বা আম্মা সিনেমাটি দেখেছেন এবং তাদের কাছে ভীষণ ভালোলেগেছে।
তাদের ভালোলাগাটাই মনে হচ্ছে আমার কাছে সম্মাননা প্রাপ্তির মতোই।’ এদিকে সেওতি আরো দুটি সিনেমার কাজ শেষ করেছেন। একটি রায়হান রাফির ‘অমীমাংসিত’ অন্যটি এসএম কাইয়ূমের ‘অন্তবর্তী’।
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫
২০২৪-এর শেষপ্রান্তে এসে মুক্তি পেলো আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমাতে সালেহা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী ফারিহা শামস সেওতি। ঢাকার সিনেপ্লেক্স’সহ ঢাকার বাইরেও বেশ কয়েকটি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পটভূমিত প্রান্তিক দুই পরিবারের গল্প উঠে এসেছে এই সিনেমাতে। এর প্রিমিয়ার শো’তে সেওতির সঙ্গে তার বাবা মা’ও গিয়েছিলেন।
সেঁওতি বলেন,‘ সত্যি বলতে কী প্রিমিয়ারে যারা এসেছিলেন তারা সিনেমাটির ভূঁয়সী প্রশংসা করেছেন। বিশেষত সিনেমার গল্প, সিনেমাতে প্রত্যেকের অভিনয়, সিনেমার সিনেমাটোগ্রাফি এবং সর্বোপরি আকরাম ভাইয়ের নির্দেশনা। সবচেয়ে বেশি ভালোলাগার ছিলো যে আমার আব্বা আম্মা সিনেমাটি দেখেছেন এবং তাদের কাছে ভীষণ ভালোলেগেছে।
তাদের ভালোলাগাটাই মনে হচ্ছে আমার কাছে সম্মাননা প্রাপ্তির মতোই।’ এদিকে সেওতি আরো দুটি সিনেমার কাজ শেষ করেছেন। একটি রায়হান রাফির ‘অমীমাংসিত’ অন্যটি এসএম কাইয়ূমের ‘অন্তবর্তী’।