এ প্রজন্মেও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এরইমধ্যে প্রিয়াঙ্কা নতুন তিনটি খ- নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’,‘ বরিশালে শ^শুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। প্রিয়াঙ্কা বলেন,‘ চেষ্টা করি সবসময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে।
নিজের চরিত্রটিও যেন ভালো হয়, দর্শক যেন চরিত্রটি উপভোগ করেন, সেদিকটিও খেয়াল রাখি। তুষার খানের পরিচালনায় যে দু’টি নাটকে কাজ করেছি, দু’টি নাটকেরই গল্প এক কথায় চমৎকার। অনেক শ্রম দিয়েছি এই দু’টো কাজ করতে গিয়ে। পাশাপাশি এস আই সোহেলের নাটকটিরও গল্প সুন্দর। তিনটি নতুন নাটক নিয়েই আমি আশাবাদী।
ধন্যবাদ দুই পরিচালককে আমাকে এতো সুন্দর সুন্দর গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী আমি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। যে কারণে ভালো গল্পের সন্ধানে যেমন আমি থাকি, চরিত্রগুলোর প্রতি সবসময় মনোযোগ থাকে আমার।’ এরইমধ্যে বৈশাখী টিভিতে প্রচার শেষ হয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুসা’।
এই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এরইমধ্যে কায়সার আহমেদ পরিচালিত ‘স্বপ্নের রানী’ নাটকটিরও প্রচার শেষ হয়েছে। এই নাটকেও প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নাটকের প্রধান একটি চরিত্রে। প্রিয়াঙ্কা জানান, শিগগিরই তুষার খানের একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
এ প্রজন্মেও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এরইমধ্যে প্রিয়াঙ্কা নতুন তিনটি খ- নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’,‘ বরিশালে শ^শুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। প্রিয়াঙ্কা বলেন,‘ চেষ্টা করি সবসময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে।
নিজের চরিত্রটিও যেন ভালো হয়, দর্শক যেন চরিত্রটি উপভোগ করেন, সেদিকটিও খেয়াল রাখি। তুষার খানের পরিচালনায় যে দু’টি নাটকে কাজ করেছি, দু’টি নাটকেরই গল্প এক কথায় চমৎকার। অনেক শ্রম দিয়েছি এই দু’টো কাজ করতে গিয়ে। পাশাপাশি এস আই সোহেলের নাটকটিরও গল্প সুন্দর। তিনটি নতুন নাটক নিয়েই আমি আশাবাদী।
ধন্যবাদ দুই পরিচালককে আমাকে এতো সুন্দর সুন্দর গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী আমি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। যে কারণে ভালো গল্পের সন্ধানে যেমন আমি থাকি, চরিত্রগুলোর প্রতি সবসময় মনোযোগ থাকে আমার।’ এরইমধ্যে বৈশাখী টিভিতে প্রচার শেষ হয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুসা’।
এই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এরইমধ্যে কায়সার আহমেদ পরিচালিত ‘স্বপ্নের রানী’ নাটকটিরও প্রচার শেষ হয়েছে। এই নাটকেও প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নাটকের প্রধান একটি চরিত্রে। প্রিয়াঙ্কা জানান, শিগগিরই তুষার খানের একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।