ভালোবাসা দিবস উপলক্ষে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি কাজ করেছেন অনেক ভালোবাসার নাটকে। তার একটি বানিয়েছেন সোহেল রানা ইমন। হামেদ হাসান নোমানের রচনায় এ নাটকের নাম ‘সাত দিন আগে আর পরে’।
এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, চিত্র লেখা গুহ, রকি, ইমরান, মারুফ মিঠু, রোশনী ও অনেকে। নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে- সামান্য মাথা ব্যাথাই রিজভীর জীবন আমূল বদলে দেয়। রিজভী ডাক্তারের কাছ থেকে জানতে পারে সে আর ৭ দিন বাঁচবে। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু ডাক্তার তাকে গ্যারান্টি দিয়ে মৃত্যুও সংবাদটা দেয়। কি করবে রিজভী এই সাত দিনে। কত স্বপ্ন তার মনে। ১০ দিন পর প্রেমিকা নীলার সাথে তার বিয়ে। সুখের সংসার হবে। নীলা আর বাবা-মাকে নিয়ে তার বোনা সব স্বপ্নই যেন এক রিপোর্টে শেষ। এভাবেই চলতে থাকে নানা মজার ঘটনা। নাটকে নিলয় অভিনয় করেছেন রিজভী চরিত্রে আর নীলা চরিত্রে হাজির হবেন হিমি। দুজনেই এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
ভালোবাসা দিবস উপলক্ষে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি কাজ করেছেন অনেক ভালোবাসার নাটকে। তার একটি বানিয়েছেন সোহেল রানা ইমন। হামেদ হাসান নোমানের রচনায় এ নাটকের নাম ‘সাত দিন আগে আর পরে’।
এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, চিত্র লেখা গুহ, রকি, ইমরান, মারুফ মিঠু, রোশনী ও অনেকে। নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে- সামান্য মাথা ব্যাথাই রিজভীর জীবন আমূল বদলে দেয়। রিজভী ডাক্তারের কাছ থেকে জানতে পারে সে আর ৭ দিন বাঁচবে। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু ডাক্তার তাকে গ্যারান্টি দিয়ে মৃত্যুও সংবাদটা দেয়। কি করবে রিজভী এই সাত দিনে। কত স্বপ্ন তার মনে। ১০ দিন পর প্রেমিকা নীলার সাথে তার বিয়ে। সুখের সংসার হবে। নীলা আর বাবা-মাকে নিয়ে তার বোনা সব স্বপ্নই যেন এক রিপোর্টে শেষ। এভাবেই চলতে থাকে নানা মজার ঘটনা। নাটকে নিলয় অভিনয় করেছেন রিজভী চরিত্রে আর নীলা চরিত্রে হাজির হবেন হিমি। দুজনেই এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী।