নচিকেতা ঘোষ ছিলেন ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সুর সঙ্গীত করা গান গাইলেনএই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি।আরটিভির নিয়মিত আয়োজন ‘এই রাত তোমার আমার’-এ থাকবে সেই গান। আরটিভির নিজস্ব স্টুডিওতে তিন্নির কন্ঠে ‘নিশি রা তবাঁকা চাঁদ আকজাশে’,‘ এমন একটা ঝিনুক’,‘ এই মন জোছনায়’,‘ ও ‘এক বৈশাখে দেখা হলো’ গানগুলোর রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। তিন্নি বলেন,‘ আরটিভির এই আয়োজনটা খুব ভালোলাগে। কারণ বেশ পরিপাটি এবং গুছানো একটি অনুষ্ঠান। এই আয়োজনে শ্রদ্ধেয় কিংবদন্তী সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের সুর করা গান গাইবার সুযোগ হলো, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। তার প্রতি পরম শ্রদ্ধা রইলো।’
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
নচিকেতা ঘোষ ছিলেন ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সুর সঙ্গীত করা গান গাইলেনএই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি।আরটিভির নিয়মিত আয়োজন ‘এই রাত তোমার আমার’-এ থাকবে সেই গান। আরটিভির নিজস্ব স্টুডিওতে তিন্নির কন্ঠে ‘নিশি রা তবাঁকা চাঁদ আকজাশে’,‘ এমন একটা ঝিনুক’,‘ এই মন জোছনায়’,‘ ও ‘এক বৈশাখে দেখা হলো’ গানগুলোর রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। তিন্নি বলেন,‘ আরটিভির এই আয়োজনটা খুব ভালোলাগে। কারণ বেশ পরিপাটি এবং গুছানো একটি অনুষ্ঠান। এই আয়োজনে শ্রদ্ধেয় কিংবদন্তী সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের সুর করা গান গাইবার সুযোগ হলো, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। তার প্রতি পরম শ্রদ্ধা রইলো।’