আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন রাজীব ও মুরাদ নূর। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে মাতৃভাষা অর্জনের শক্তি নিয়ে গানটি লিখেছেন সুর করেছেন মুরাদ নূর। রাজীবের কণ্ঠে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে একুশের প্রথম প্রহরে বিশেষ এই চার লাইনের গানটি প্রকাশ করেন নূর ক্রিয়েশনস। ভাষার গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার মুরাদ নূর বলেন, আমরাই একমাত্র জাতি, যারা নিজের ভাষার জন্য রক্ত দিয়েছি; এবং জয়ী হয়েছি। স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, ভাষা শহীদদের স্মৃতি, রেখে যাওয়া রক্তের শক্তি সঠিকভাবে লালনপালন করার দায়িত্ব থেকেই এই গান প্রকাশ করা।
আমি মনে করি, এক জীবন ধরে লিখলে যা প্রকাশ পেতো, আত্মদানের চার লাইনেই তা প্রকাশ পেয়েছে। তাই গানটি চার লাইনেই সমাপ্ত হয়েছে। সব ভাষা শহীদের জন্য আমার আজন্মকাল শ্রদ্ধা এবং শ্রদ্ধা। কণ্ঠশিল্পী রাজীব বলেন, সচরাচর গান চার লাইনে সম্পূর্ণ হয় না, আমরাই ভাষার এই বিশেষ গানটি চার লাইনেই সমাপ্ত করলাম। চার লাইনেই চার কোটি লাইনের কথা বলা আছে, অনুভবের বিষয়। এই আইডিয়া পুরোটাই মুরাদ নূরের কৃতিত্ব। আমাদের পক্ষে ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন রাজীব ও মুরাদ নূর। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে মাতৃভাষা অর্জনের শক্তি নিয়ে গানটি লিখেছেন সুর করেছেন মুরাদ নূর। রাজীবের কণ্ঠে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে একুশের প্রথম প্রহরে বিশেষ এই চার লাইনের গানটি প্রকাশ করেন নূর ক্রিয়েশনস। ভাষার গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার মুরাদ নূর বলেন, আমরাই একমাত্র জাতি, যারা নিজের ভাষার জন্য রক্ত দিয়েছি; এবং জয়ী হয়েছি। স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, ভাষা শহীদদের স্মৃতি, রেখে যাওয়া রক্তের শক্তি সঠিকভাবে লালনপালন করার দায়িত্ব থেকেই এই গান প্রকাশ করা।
আমি মনে করি, এক জীবন ধরে লিখলে যা প্রকাশ পেতো, আত্মদানের চার লাইনেই তা প্রকাশ পেয়েছে। তাই গানটি চার লাইনেই সমাপ্ত হয়েছে। সব ভাষা শহীদের জন্য আমার আজন্মকাল শ্রদ্ধা এবং শ্রদ্ধা। কণ্ঠশিল্পী রাজীব বলেন, সচরাচর গান চার লাইনে সম্পূর্ণ হয় না, আমরাই ভাষার এই বিশেষ গানটি চার লাইনেই সমাপ্ত করলাম। চার লাইনেই চার কোটি লাইনের কথা বলা আছে, অনুভবের বিষয়। এই আইডিয়া পুরোটাই মুরাদ নূরের কৃতিত্ব। আমাদের পক্ষে ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।