বাংলাদেশের সিনেমার এই প্রজন্মের নায়িকা শবনম বুবলী। তিনি এবার প্রযোজনায় নিজেকে সম্পৃক্ত করলেন। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’র অফিসিয়াল ঘোষণা দিয়েছেন তিনি। তবে এই প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ঠিক সেদিন থেকে যেদিন থেকে বুবলী তার কোনো প্রোডাকসনের যাত্রা শুরু করবেন। বুবলী নিশ্চিত করেছেন আগামী ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নাটক প্রচারে আসবে।
বুবলী জানান, কে নাটক নির্মাণ করবেন, কারা কারা সেই নাটকে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয়। তবে শিগগিরই তা চুড়ান্ত করে শুটিং শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বুবলী। তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও নির্মিত হবে।
বুবলী জানান, আগামী বছর তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে। চলতি বছরের পুরোটা সময় তিনি গল্প নির্বাচন, পরিচালক নির্বাচন, শিল্পী নির্বাচন’সহ পুরো সিনেমার যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করবেন। শবনম বুবলী বলেন, ‘পেশাগত ব্যস্ততার মধ্যে থেকেই বিগ প্রোডাকসনের যাত্রা শুরু করতে পেরেছি, এটাই আপাতত গুরুত্বপূর্ণ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষনা আসবে। যে টিম নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি তাদের প্রত্যেকেরই স্বপ্নটা অনেক বড়, আমারও ঠিক তাই। বিগ প্রোডাকসনকে একটি দৃষ্টান্ত মূলক স্থানে নিয়ে যেতে চাই যেন আগামীতে এই প্রতিষ্ঠান অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে থাকে। একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি যেমন শতভাগ মনোযোগী, ঠিক তেমনটাই পাবেন সবাই আমার প্রযোজনাতেও।’ বুবলী জানান, তার প্রোডাকশনসে নতুন পুরোনো শিল্পীরা অনায়াসে কাজ করবেন।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশের সিনেমার এই প্রজন্মের নায়িকা শবনম বুবলী। তিনি এবার প্রযোজনায় নিজেকে সম্পৃক্ত করলেন। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’র অফিসিয়াল ঘোষণা দিয়েছেন তিনি। তবে এই প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ঠিক সেদিন থেকে যেদিন থেকে বুবলী তার কোনো প্রোডাকসনের যাত্রা শুরু করবেন। বুবলী নিশ্চিত করেছেন আগামী ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নাটক প্রচারে আসবে।
বুবলী জানান, কে নাটক নির্মাণ করবেন, কারা কারা সেই নাটকে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয়। তবে শিগগিরই তা চুড়ান্ত করে শুটিং শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বুবলী। তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও নির্মিত হবে।
বুবলী জানান, আগামী বছর তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে। চলতি বছরের পুরোটা সময় তিনি গল্প নির্বাচন, পরিচালক নির্বাচন, শিল্পী নির্বাচন’সহ পুরো সিনেমার যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করবেন। শবনম বুবলী বলেন, ‘পেশাগত ব্যস্ততার মধ্যে থেকেই বিগ প্রোডাকসনের যাত্রা শুরু করতে পেরেছি, এটাই আপাতত গুরুত্বপূর্ণ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষনা আসবে। যে টিম নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি তাদের প্রত্যেকেরই স্বপ্নটা অনেক বড়, আমারও ঠিক তাই। বিগ প্রোডাকসনকে একটি দৃষ্টান্ত মূলক স্থানে নিয়ে যেতে চাই যেন আগামীতে এই প্রতিষ্ঠান অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে থাকে। একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি যেমন শতভাগ মনোযোগী, ঠিক তেমনটাই পাবেন সবাই আমার প্রযোজনাতেও।’ বুবলী জানান, তার প্রোডাকশনসে নতুন পুরোনো শিল্পীরা অনায়াসে কাজ করবেন।